তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। হিমালয় পর্বতের অনেক কাছে হওয়ায় উত্তরের হিম বাতাসের কারণে কমছে তাপমাত্রা। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ওঠা-নামা করছে। বয়ে যাচ্ছে হিমেল হাওয়া।
আজ রোববার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। গত তিন দিন ধরে এ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।
শীতের তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন যাপন করছেন তাঁরা। শীতবস্ত্রের অভাবে বিভিন্ন এলাকা, বাড়ির আশপাশে কিংবা ফুটপাতে খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এদিকে শীতের কারণে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
সদর ইউনিয়নের আজিজনগর এলাকার বাসিন্দা তাজউদ্দীন বলেন, ‘কয়েক দুন ধরেই তেঁতুলিয়ায় অনেক শীত অনুভূত হচ্ছে। শীত ও কুয়াশার কারণে আমরা সময়মতো কাজে যেতে পারি না। আমরা গরিব মানুষ, আমাদের কেউ খোঁজ নেয় না।’
মহানন্দা নদীতে পাথর উত্তোলনের শ্রমিক জামিরুল ইসলাম। তিনি বলেন, ‘আগে ৬টায় কাজ শুরু করলেও কয়েক দিন ধরে শীতের কারণে নদীতে নামতে পারছি না। রোদের অপেক্ষায় আছি। শীত যতই হোক, কাজ করতেই হবে আমাদের।’
তেঁতুলিয়া পর্যবেক্ষণকেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, উত্তরের হিমেল বাতাসে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। আজকে সকাল ৯টায় তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা আরও কমতে পারে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। হিমালয় পর্বতের অনেক কাছে হওয়ায় উত্তরের হিম বাতাসের কারণে কমছে তাপমাত্রা। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ওঠা-নামা করছে। বয়ে যাচ্ছে হিমেল হাওয়া।
আজ রোববার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। গত তিন দিন ধরে এ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।
শীতের তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন যাপন করছেন তাঁরা। শীতবস্ত্রের অভাবে বিভিন্ন এলাকা, বাড়ির আশপাশে কিংবা ফুটপাতে খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এদিকে শীতের কারণে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
সদর ইউনিয়নের আজিজনগর এলাকার বাসিন্দা তাজউদ্দীন বলেন, ‘কয়েক দুন ধরেই তেঁতুলিয়ায় অনেক শীত অনুভূত হচ্ছে। শীত ও কুয়াশার কারণে আমরা সময়মতো কাজে যেতে পারি না। আমরা গরিব মানুষ, আমাদের কেউ খোঁজ নেয় না।’
মহানন্দা নদীতে পাথর উত্তোলনের শ্রমিক জামিরুল ইসলাম। তিনি বলেন, ‘আগে ৬টায় কাজ শুরু করলেও কয়েক দিন ধরে শীতের কারণে নদীতে নামতে পারছি না। রোদের অপেক্ষায় আছি। শীত যতই হোক, কাজ করতেই হবে আমাদের।’
তেঁতুলিয়া পর্যবেক্ষণকেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, উত্তরের হিমেল বাতাসে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। আজকে সকাল ৯টায় তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা আরও কমতে পারে।
কিশোরগঞ্জের (ভৈরব সার্কেল) সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুস সাকিবের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক ভুক্তভোগী নারী। ওই কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন তিনি। এএসপি নাজমুস সাকিবকে গ্রেপ্তার না করায় ও তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না হওয়ার প্রতিবাদে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) দু
৬ মিনিট আগেজামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে সিফাত হোসেন (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে ধোপাদহ গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার ভাটারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
২৩ মিনিট আগেশরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পারিবারিক শত্রুতার জেরে ছয় বছরের শিশু তায়েবাকে তার আপন চাচি আয়শা বেগম হত্যা করে পাশের বাড়ির সেপটিক ট্যাংকে ফেলে রাখেন বলে জানিয়েছে পুলিশ।
২৫ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাসুদ পারভেজ মঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের জৈনা বাজার এলাকা থেকে গতকাল শনিবার রাতে মঞ্জুকে গ্রেপ্তার করা হয়। তিনি নগরহাওলা গ্রামের...
৩৭ মিনিট আগে