Ajker Patrika

আবু সাঈদ হত্যাকাণ্ড: সৈয়দপুর বিমানবন্দর থেকেই ঢাকায় ফিরে গেল তদন্ত কমিশন

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি
আবু সাঈদ হত্যাকাণ্ড: সৈয়দপুর বিমানবন্দর থেকেই ঢাকায় ফিরে গেল তদন্ত কমিশন

রংপুর পৌঁছাতে পারেননি কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিশন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ ও অন্য কয়েকজন নিহতের তদন্তে আজ রোববার সকালে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুরে আসে কমিশন। কিন্তু অসহযোগ আন্দোলনের কারণে বিমানবন্দর থেকেই আবার ঢাকায় ফিরে যেতে বাধ্য হয়েছেন। আজ বেলা পৌনে ৩টার দিকে প্রেস বিফ্রিং করে এ তথ্য জানায় তদন্ত কমিশন। 

প্রেস বিফ্রিংয়ে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান বলেন, তিনিসহ কমিশনের অন্য ২ সদস্য দুপুরে তদন্তকাজে রংপুর যাওয়ার উদ্দেশে তারা ঢাকা থেকে একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে আসেন। সৈয়দপুর থেকে সড়কপথে রংপুর যাওয়ার কথা ছিল। কিন্তু অসহযোগ আন্দোলনে নিরাপত্তার কথা বিবেচনায় স্থানীয় প্রশাসন তাদের যেতে নিরুৎসাহিত করেন। 

তাই তাদের সৈয়দপুর বিমানবন্দর থেকেই আবার বিমানে করে ঢাকায় ফিরে যেতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই তদন্তের জন্য রংপুরে আসবেন বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত