Ajker Patrika

বোদা পৌরসভার কবর থেকে ১২টি কঙ্কাল চুরি

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৬: ০৬
বোদা পৌরসভার কবর থেকে ১২টি কঙ্কাল চুরি

পঞ্চগড়ের বোদা পৌরসভার সাতখামার ঝলঝলি কবরস্থান থেকে ১২টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আজ মঙ্গলবার সকালে সামসুল হক নামে এক স্থানীয় ব্যক্তি বিভিন্ন কবরের পাশে কুকুর চলাফেরা করতে দেখেন। এ সময় তিনি এগিয়ে গিয়ে কয়েকটি কবরের মাটি ও বাঁশ অন্যত্র দেখতে পান। খবরটি বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়লে মৃতের আত্মীয়রা তাঁদের স্বজনদের কবর দেখতে আসেন। এ সময় তাঁরা দেখেন, বীর মুক্তিযোদ্ধা সোলেমান আলী, শিক্ষিকা তাহেরা খাতুন, তোফাজ্জাল হোসেন, হকিকুল, রমজানসহ ১২টি কবর ফাঁকা অবস্থায় রয়েছে। কবরে কোনো কঙ্কালের অস্তিত্বও পাওয়া যায়নি। অন্যদিকে, কঙ্কালের পরনের কাপর কবরের পাশে ফেলে যান দুর্বৃত্তরা।

মৃত বীর মুক্তিযোদ্ধা সোলেমান আলীর ছেলে রনি ও সোহেল বলেন, ‘দেশের জন্য আমার বাবা জীবন বাজি রেখে যুদ্ধ করেন। তাঁর কবর মৃত্যুর পরও সুরক্ষিত নয়। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

বোদা পাথরাজ সরকারি কলেজের সাবেক অধ্যাপক সফিকুল ইসলাম সফি বলেন, ‘দুর্বৃত্তরা আমার ভাবির কঙ্কালটি নিয়ে গেছে। কবরস্থানগুলো সুরক্ষার জন্য রাষ্ট্রীয় ও স্থানীয়ভাবে পাহারার দরকার।’

এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান বোদা পৌরসভার মেয়র অ্যাডভোকেট মো. ওয়াহিদুজ্জামান সুজা। এ সময় তিনি বলেন, ‘এরপর যেন এমন না ঘটে, সে জন্য পাহারাদার রাখা হবে। তবে যাঁরা ঘটনাটি ঘটিয়েছেন তাঁরা অত্যন্ত ঘৃণিত কাজ করেছেন। জড়িতদের ধরতে আমি আইনের সহায়তা কামনা করছি।’ 

এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী বলেন, এলাকাটি পৌরসভার অন্তর্ভুক্ত। কিন্তু উপজেলা আটোয়ারী হওয়ায় সেখানকার প্রশাসন খোঁজ নেবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত