Ajker Patrika

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ২১: ৪২
অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে চলন্ত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মুনিরা আক্তার মুন্নি (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার পৌর শহরের কলেজপাড়া থেকে সদর হাসপাতালে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্নি করোনা টিকা গ্রহণের জন্য বাসা থেকে একটি অটোরিকশাযোগে হাসপাতালের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে পৌর শহরের বলাকা হলের সামনে পৌঁছালে চার্জারের চাকার সঙ্গে তাঁর ওড়না পেঁচিয়ে যায়। এতে তাঁর নিশ্বাস বন্ধ হয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি পৌর শহরের কলেজাপাড়া মহল্লার মানিক শেখের মেয়ে ও ঠাকুরগাঁও সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। 

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত