Ajker Patrika

পঞ্চগড়ে ঘরের দরজা ভেঙে মিলল চিকিৎসকের ঝুলন্ত লাশ

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৩: ০৭
পঞ্চগড়ে ঘরের দরজা ভেঙে মিলল চিকিৎসকের ঝুলন্ত লাশ

পঞ্চগড়ে রিয়াজুল হাসান শুভ (২৭) নামে এক নবীন চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে শহরের উত্তর জালাসীপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। 

শুভ এ মহল্লার বাসিন্দা এবং জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী হাফিজুর রহমানের ছেলে। ডা. রিয়াজুল হাসান শুভ ২০২১ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ইন্টার্নি শেষ করে ২০২২ সালে রংপুরে একটি বেসরকারি হাসপাতালে চাকরি নেন। 

পুলিশ ও স্বজনেরা জানান, রোববার দুপুরবেলা খাবারের পর শুভ ঘরে ঢোকেন। এরপর আর বের হননি। প্রায় সন্ধ্যার সময় তাঁকে ডাকা হয়। কিন্তু কোনো সাড়া না পেয়ে পরিবারের একজন ঘরে উঁকি দিয়ে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান। এরপর খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে। 

ডা. শুভর বন্ধু হাবিব বলেন, একই মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে গত বছর পারিবারিকভাবে বিয়ে হয় তাঁর। তবে বিয়ের পরে তাঁদের সম্পর্কের অবনতি ঘটে। তাঁদের দুই পরিবারের অমিলসহ নানা কারণে শুভ মানসিকভাবে চাপে ছিল। এ থেকেই হয়তো সে এই পথটি বেছে নিয়েছে। 

পঞ্চগড় থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলালউদ্দিন বলেন, ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে তদন্ত চলছে। পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কেছে হস্তান্তর করা হয় এবং আজ সোমবার সকালে পঞ্চগড় কেন্দ্রীয় গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। 

এদিকে খবর পেয়ে জেলা ও দায়রা জজ শরীফ হোসেন হায়দার ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত