Ajker Patrika

নীলফামারীতে মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় জনজীবনে স্থবিরতা

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১১: ১৩
নীলফামারীতে মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় জনজীবনে স্থবিরতা

মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা নীলফামারী। আজ শুক্রবার সকালে সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলার ডিমলা আবহাওয়া অফিস, যা এই মৌসুমে নীলফামারী জেলায় সর্বনিম্ন তাপমাত্রা। 

গতকাল শুক্রবার সর্বনিম্ন ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিমলা আবহাওয়া অফিসের ইনচার্জ সুবল চন্দ্র রায়। 

এ ছাড়া কনকনে শীতের সঙ্গে দুর্ভোগ বেড়েছে রিকশা-ভ্যানের চালক আর শ্রমজীবী মানুষের। বিশেষ করে রেলওয়ে কারখানা, উত্তরা ইপিজেড, বিসিক শিল্পনগরীর শ্রমিকদের কষ্ট বেড়েছে। তাঁদের সকালেই কাজে যোগ দিতে হয়। 

এদিকে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সপ্তাহজুড়ে প্রায় প্রতিদিন সন্ধ্যা থেকে পরদিন দুপুর ১২টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে এই জনপদ। দৃষ্টিসীমা কম থাকায় সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে।’ 

নীলফামারীতে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট। ছবি: আজকের পত্রিকালোকমান হোসেন আরও বলেন, ‘আজ (শনিবার) সকাল ৯টায় বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা ৫০ মিটারের কম রয়েছে। ফ্লাইট ওঠানামা করতে অবশ্যই ২ হাজার দৃষ্টিসীমা থাকতে হবে।’ 

এদিকে রংপুর-দিনাজপুর সড়কের বাসচালক শংকর কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায়দিনই দুপুর পর্যন্ত ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হয়। এতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে মহাসড়কে। ঘন কুয়াশার কারণে দূরপাল্লার নৈশকোচগুলো গন্তব্যে পৌঁছাতে দুই থেকে তিন ঘণ্টা দেরি হচ্ছে।’ 

চিলাহাটি রেলওয়ে স্টেশনে কর্তব্যরত মাস্টার টুটুল চন্দ্র সরকারের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি বলেন, ‘ঘন কুয়াশার কারণে চিলাহাটি-খুলনা রুটে চলাচলকারী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি থেকে ৩০ মিনিট বিলম্বে ছেড়ে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত