চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে ভালনারেবল ওমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রকল্পের সুবিধাভোগীদের তালিকায় নাম থাকার পরও চাল না পাওয়ার অভিযোগ করেছেন এক নারী। মোছা. আশা খাতুন নামের ওই নারী গত ২৭ মার্চ এ নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, ২০২৩-২৪ চক্রের তিন মাসের চাল বিতরণ করা হয়েছে। কিন্তু তালিকায় নাম থাকার পরও তিনি চাল পাননি। বিষয়টি বারবার জানালেও কোনো ব্যবস্থা নেননি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন জানিয়েছেন, বিষয়টির খোঁজ নিয়ে মহিলাবিষয়ক কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ নিয়ে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সোহেলী পারভীন বলেন, ‘বিষয়টি শুনেছি। পুরো ব্যাপারটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ সূত্রে জানা গেছে, চিলমারী উপজেলার ভিডব্লিউবির তালিকার ৯৩ নম্বর উপকারভোগী হলেন রমনা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের বেলের ভিটা এলাকার বাসিন্দা মোছা. আশা খাতুন। চাল বিতরণের মাস্টররোল অনুযায়ী যার ক্রমিক নম্বর ২৬৭। কিন্তু ২০২৩-২৪ চক্রের তিন মাসের চাল বিতরণ করা হলেও মোছা আশা খাতুন কার্ডসহ বরাদ্দের চাল পাননি।
এ নিয়ে মোছা. আশা খাতুন বলেন, ‘ইউপি চেয়ারম্যানের কাছে বারবার গিয়েও কোনো সমাধান পাননি।’
রমনা মডেল ইউপির চেয়ারম্যান গোলাম আশেক আঁকা বলেন, ‘ভূলবশত কার্ডটি একই নামের আরেক নারীকে দেওয়া হয়েছে। শিগগিরই কার্ডটি ফেরত এনে প্রকৃত সুবিধাভোগীকে বুঝিয়ে দেওয়া হবে।’
কুড়িগ্রামের চিলমারীতে ভালনারেবল ওমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রকল্পের সুবিধাভোগীদের তালিকায় নাম থাকার পরও চাল না পাওয়ার অভিযোগ করেছেন এক নারী। মোছা. আশা খাতুন নামের ওই নারী গত ২৭ মার্চ এ নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, ২০২৩-২৪ চক্রের তিন মাসের চাল বিতরণ করা হয়েছে। কিন্তু তালিকায় নাম থাকার পরও তিনি চাল পাননি। বিষয়টি বারবার জানালেও কোনো ব্যবস্থা নেননি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন জানিয়েছেন, বিষয়টির খোঁজ নিয়ে মহিলাবিষয়ক কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ নিয়ে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সোহেলী পারভীন বলেন, ‘বিষয়টি শুনেছি। পুরো ব্যাপারটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ সূত্রে জানা গেছে, চিলমারী উপজেলার ভিডব্লিউবির তালিকার ৯৩ নম্বর উপকারভোগী হলেন রমনা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের বেলের ভিটা এলাকার বাসিন্দা মোছা. আশা খাতুন। চাল বিতরণের মাস্টররোল অনুযায়ী যার ক্রমিক নম্বর ২৬৭। কিন্তু ২০২৩-২৪ চক্রের তিন মাসের চাল বিতরণ করা হলেও মোছা আশা খাতুন কার্ডসহ বরাদ্দের চাল পাননি।
এ নিয়ে মোছা. আশা খাতুন বলেন, ‘ইউপি চেয়ারম্যানের কাছে বারবার গিয়েও কোনো সমাধান পাননি।’
রমনা মডেল ইউপির চেয়ারম্যান গোলাম আশেক আঁকা বলেন, ‘ভূলবশত কার্ডটি একই নামের আরেক নারীকে দেওয়া হয়েছে। শিগগিরই কার্ডটি ফেরত এনে প্রকৃত সুবিধাভোগীকে বুঝিয়ে দেওয়া হবে।’
রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে জামাতাসহ নিহত রূপলাল দাসের মেয়ের বিয়ের জন্য এক লাখ টাকা অনুদান দিয়েছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা নিহত রূপলালের স্ত্রী ভারতী রানী ও তাঁর সন্তানদের হাতে টাকার চেক তুলে দেন।
১ মিনিট আগেআদালতে জামিন চেয়ে কেঁদেছেন ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান। কিন্তু জামিন মেলেনি তাঁর। আজ মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন তাঁর জামিন নামঞ্জুর করেছেন। তবে আদালত মতিউরকে ধৈর্য ধারণ করতে বলেছেন।
৪ মিনিট আগেখুলনার ডুমুরিয়ায় প্রায় ২ কোটি টাকা মূল্যের ‘আইস’ নামের মাদকসহ দুজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া সদরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
৮ মিনিট আগেচিতলমারী ৫ নম্বর সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোক্তার সরদার জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেবাশিষ ও রবিউল দুজনই ৫ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী। এ নিয়ে তাঁদের মধ্যে চরম বিরোধ চলে আসছে। এর জেরে এ ঘটনা ঘটতে পারে।
১০ মিনিট আগে