Ajker Patrika

বেরোবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু, র‍্যাগিংমুক্ত রাখতে কঠোর হুঁশিয়ারি

বেরোবি প্রতিনিধি
বেরোবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু, র‍্যাগিংমুক্ত রাখতে কঠোর হুঁশিয়ারি

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছয়টি অনুষদভুক্ত ২২টি বিভাগে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। আজ রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হয়। এ সময় নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। 

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ বলেন, আধুনিক বিশ্বে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে হলে জ্ঞান-বিজ্ঞানে পারদর্শিতা অর্জন করতে হবে। শিক্ষা ছাড়া একটি জাতির সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। নবাগত শিক্ষার্থীদের কাছে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে এমনটা প্রত্যাশা করেন তিনি। 

এদিকে বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের র‍্যাগিংমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। র‍্যাগিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন ধাপে কাজ করবে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে র‍্যাগিং প্রতিরোধে সচেতনতামূলক নির্দেশনা, সব বিভাগে নির্দেশনা প্রদান ও প্রক্টরিয়াল টিমের টহল বজায় থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শরিফুল ইসলাম। 

তিনি বলেন, ‘র‍্যাগিং একটি সামাজিক অপরাধ। এ ধরনের যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রক্টরিয়াল টিম সর্বদা প্রস্তুত। কোনো শিক্ষার্থীকে র‍্যাগিং করার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত