প্রতিনিধি, ঠাকুরগাঁও
ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ঠাকুরগাঁওয়ে তানভির হাসান তানু নামের এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠাকুরগাঁওয়ে আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের করা মামলায় শনিবার রাত সাড়ে ১০টায় এই সাংবাদিককে গ্রেপ্তার দেখায় সদর থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃত সাংবাদিক তানভির হাসান তানু ইনডিপেনডেন্ট টেলিভিশন ও জাগো নিউজ অনলাইন পোর্টালের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি। তানুর পরিবার বলছে, শনিবার রাতে সে মামলার বিষয়ে থানায় খোঁজ নিতে গেলে পুলিশ তাঁকে আটক করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম জানান, রাতে তাঁকে সদর থানা হেফাজতে রাখা হবে। রোববার সকালে তাঁকে আদালতে হাজির করা হবে।
জানা যায়, গত ৬ ও ৭ জুলাই জাগো নিউজ পোর্টাল, বাংলাদেশ প্রতিদিন পত্রিকাসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে 'ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে করোনা রোগীকে ৩০০ টাকার পরিবর্তে ৭০ / ৮০ টাকার খাবার দেওয়া হয়' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ প্রচারের পরেই গত ৯ জুলাই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নাদিরুল আজিজ বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)(ক) ২৫(১)(খ) ২৯(১)/৩১(১)/৩৫(১) ধারায় একটি মামলা করেন।
এ মামলায় ইনডিপেনডেন্ট টেলিভিশন ও জাগো নিউজ অনলাইন পোর্টালের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভির হাসান তানু, নিউজ বাংলা ২৪ ডট কম অনলাইন পোর্টালের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি রহিম শুভ এবং বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ চ্যানেল এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটুকে আসামি করা হয়। মামলার একদিন পরেই তানভির হাসান তানুকে গ্রেপ্তার করা হয়।
এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে জেলার সংবাদকর্মীরা প্রেসক্লাবে তাৎক্ষণিক অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়েছে। অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে নিন্দা জানান ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী। তিনি বলেন, সাংবাদিক তানভির হাসানের নিঃশর্ত মুক্তির পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় সাংবাদিকেরা রাজপথে অবস্থান নেবে এবং আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ঠাকুরগাঁওয়ে তানভির হাসান তানু নামের এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠাকুরগাঁওয়ে আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের করা মামলায় শনিবার রাত সাড়ে ১০টায় এই সাংবাদিককে গ্রেপ্তার দেখায় সদর থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃত সাংবাদিক তানভির হাসান তানু ইনডিপেনডেন্ট টেলিভিশন ও জাগো নিউজ অনলাইন পোর্টালের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি। তানুর পরিবার বলছে, শনিবার রাতে সে মামলার বিষয়ে থানায় খোঁজ নিতে গেলে পুলিশ তাঁকে আটক করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম জানান, রাতে তাঁকে সদর থানা হেফাজতে রাখা হবে। রোববার সকালে তাঁকে আদালতে হাজির করা হবে।
জানা যায়, গত ৬ ও ৭ জুলাই জাগো নিউজ পোর্টাল, বাংলাদেশ প্রতিদিন পত্রিকাসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে 'ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে করোনা রোগীকে ৩০০ টাকার পরিবর্তে ৭০ / ৮০ টাকার খাবার দেওয়া হয়' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ প্রচারের পরেই গত ৯ জুলাই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নাদিরুল আজিজ বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)(ক) ২৫(১)(খ) ২৯(১)/৩১(১)/৩৫(১) ধারায় একটি মামলা করেন।
এ মামলায় ইনডিপেনডেন্ট টেলিভিশন ও জাগো নিউজ অনলাইন পোর্টালের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভির হাসান তানু, নিউজ বাংলা ২৪ ডট কম অনলাইন পোর্টালের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি রহিম শুভ এবং বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ চ্যানেল এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটুকে আসামি করা হয়। মামলার একদিন পরেই তানভির হাসান তানুকে গ্রেপ্তার করা হয়।
এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে জেলার সংবাদকর্মীরা প্রেসক্লাবে তাৎক্ষণিক অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়েছে। অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে নিন্দা জানান ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী। তিনি বলেন, সাংবাদিক তানভির হাসানের নিঃশর্ত মুক্তির পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় সাংবাদিকেরা রাজপথে অবস্থান নেবে এবং আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
চলন্ত সিএনজিচালিত অটোরিকশার চালক হঠাৎ তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় অটোরিকশা। এতে তিন পুলিশ সদস্যসহ চারজন আহত হন। বুধবার ভোরে ময়মনসিংহের গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্যের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ...
৭ মিনিট আগেমৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চোর সন্দেহে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (১৩ মে) রাতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ছকসালং গ্রামে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেজয়পুরহাটের কালাইয়ে ট্রাকচাপায় রবিউল ইসলাম (৩৬) নামের এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পুনট ইউনিয়নের বাঁশের ব্রিজ এলাকায় জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাতেই কালাই থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
১৮ মিনিট আগেবিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল, তাদের তো বাংলাদেশে রাজনীতি করার সুযোগ থাকতে পারে না। আমরা ফেব্রুয়ারি মাসের ১০ তারিখেই এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে লিখিতভাবে অনুরোধ জানিয়েছিলাম যে আদালতের মাধ্যমে তাদের কার্যক্রম নিষিদ্ধের জন্য প্রক্রিয়া...
২১ মিনিট আগে