Ajker Patrika

টাকার অভাবে চিকিৎসা করতে না পারায় এক ব্যক্তির আত্মহত্যা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১৬: ০৪
টাকার অভাবে চিকিৎসা করতে না পারায় এক ব্যক্তির আত্মহত্যা

দিনাজপুরের খানসামা উপজেলায় টাকার অভাবে চিকিৎসা করতে না পারায় হামিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। 

মৃত হামিদুল ইসলাম উপজেলার ৫ নম্বর ভাবকী ইউনিয়নের কাচিনীয়া শিয়ালডাঙ্গী এলাকার সুমন ইসলামের ছেলে। 

পরিবার ও থানার পুলিশ সূত্রে জানা গেছে, বিগত তিন বছর ধরে ডায়াবেটিস ও বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন হামিদুল। এমনিতেই অভাবের সংসারে স্ত্রী, ছেলে ও পুত্রবধূ নিয়ে কষ্টে দিন যাপন করছিলেন তিনি। তাই কোনো রোগের চিকিৎসা করাতে পারতেন না। আজ সকালে অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়ির পার্শ্ববর্তী বাগানে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন হামিদুল। পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে তাঁর বাড়িতে খবর দেয়। 

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে নিশ্চিত হয় যে, অভাবের তাড়নায় আত্মহত্যা করেছেন হামিদুল। এ বিষয়ে কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত