ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কমেছে নদীর পানি। আজ সোমবার বিকেলে ধরলা নদীর পানি উপজেলার কিশামত শিমুলবাড়ি পয়েন্টে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কমলেও ভোগান্তি কমেনি। নিম্নাঞ্চল থেকে পুরোপুরি পানি না নামায় ফসল নষ্ট হয়ে যাওয়ার শঙ্কায় কৃষকেরা।
এদিকে পানিতে ৫০টি পুকুরের ২০ মেট্রিকটন মাছ ভেসে গেছে। তলিয়ে গেছে ৯৫ হেক্টর ফসল। এমনকি দুটি মাধ্যমিক বিদ্যালয় ও চারটি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হওয়ায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন বলেন, বর্ষণ ও ঢলে এখন পর্যন্ত ৫০টি পুকুরের প্রায় ২০ মেট্রিকটন মাছ ভেসে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, বন্যার কারণে মাঠে অবস্থিত ফসলের মধ্যে ৯৫ হেক্টর ফসল তলিয়ে গেছে। এর মধ্যে শাক-সবজি ১১ হেক্টর, আউশ ধান ২৩ হেক্টর, বীজতলা ৩০ হেক্টর, কলা ১০ হেক্টর এবং পাট ২১ হেক্টর। এর মধ্যে শাক-সবজি পুরোটাই নষ্ট হয়ে গেছে। পানি নেমে গেলে বাকি ফসলের ততটা ক্ষতি হবে না এমনটায় আশা প্রকাশ করেন এই কৃষি কর্মকর্তা।
উপজেলা শিক্ষা বিভাগ জানায়, উপজেলার ২টি মাধ্যমিক বিদ্যালয় ও চারটি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে। ফলে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
এদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের প্রাপ্ত তথ্য মতে, চলতি বন্যায় উপজেলার ছয়টি ইউনিয়নের ৪১টি গ্রাম কোথাও সম্পূর্ণ কোথাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পানিবন্দী হয়েছে ১ হাজার ২৮০ জন মানুষ। এখন পর্যন্ত ৮০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, এখন পর্যন্ত বন্যার্তদের জন্য ৬ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কমেছে নদীর পানি। আজ সোমবার বিকেলে ধরলা নদীর পানি উপজেলার কিশামত শিমুলবাড়ি পয়েন্টে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কমলেও ভোগান্তি কমেনি। নিম্নাঞ্চল থেকে পুরোপুরি পানি না নামায় ফসল নষ্ট হয়ে যাওয়ার শঙ্কায় কৃষকেরা।
এদিকে পানিতে ৫০টি পুকুরের ২০ মেট্রিকটন মাছ ভেসে গেছে। তলিয়ে গেছে ৯৫ হেক্টর ফসল। এমনকি দুটি মাধ্যমিক বিদ্যালয় ও চারটি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হওয়ায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন বলেন, বর্ষণ ও ঢলে এখন পর্যন্ত ৫০টি পুকুরের প্রায় ২০ মেট্রিকটন মাছ ভেসে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, বন্যার কারণে মাঠে অবস্থিত ফসলের মধ্যে ৯৫ হেক্টর ফসল তলিয়ে গেছে। এর মধ্যে শাক-সবজি ১১ হেক্টর, আউশ ধান ২৩ হেক্টর, বীজতলা ৩০ হেক্টর, কলা ১০ হেক্টর এবং পাট ২১ হেক্টর। এর মধ্যে শাক-সবজি পুরোটাই নষ্ট হয়ে গেছে। পানি নেমে গেলে বাকি ফসলের ততটা ক্ষতি হবে না এমনটায় আশা প্রকাশ করেন এই কৃষি কর্মকর্তা।
উপজেলা শিক্ষা বিভাগ জানায়, উপজেলার ২টি মাধ্যমিক বিদ্যালয় ও চারটি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে। ফলে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
এদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের প্রাপ্ত তথ্য মতে, চলতি বন্যায় উপজেলার ছয়টি ইউনিয়নের ৪১টি গ্রাম কোথাও সম্পূর্ণ কোথাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পানিবন্দী হয়েছে ১ হাজার ২৮০ জন মানুষ। এখন পর্যন্ত ৮০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, এখন পর্যন্ত বন্যার্তদের জন্য ৬ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১০ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১২ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে