Ajker Patrika

পীরগাছায় গভীর রাতে বাড়িতে ঢুকে হামলা-ভাঙচুর, আহত ১

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
বাড়িতে ঢুকে ভাঙচুর করা হয়। ছবি: আজকের পত্রিকা
বাড়িতে ঢুকে ভাঙচুর করা হয়। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগাছায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে গভীর রাতে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের ছোট হায়াত খাঁ গ্রামের আব্দুল মোতালেবের বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা গেছে, আব্দুল মোতালেব দীর্ঘদিন ধরে ক্রয়সূত্রে ৯ শতক জমি ভোগদখল করে আসছেন। কয়েক বছর ধরে জমিটি নিয়ে প্রতিবেশী ময়েন উদ্দিন ও জয়নাল আবেদীনদের সঙ্গে দ্বন্দ্ব-বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার সালিস-বৈঠক হলেও তাঁদের দ্বন্দ্বের অবসান ঘটেনি। সম্প্রতি ময়েন উদ্দিনরা আব্দুল মোতালেবের ভোগদখলীয় জমির অনেকগুলো গাছ কেটে নেন। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে আবারও দ্বন্দ্ব দেখা দেয়। এই দ্বন্দ্বের জেরে শনিবার গভীর রাতে আব্দুল মোতালেবের বাড়িতে ঢুকে হামলা ও ভাঙচুর করে ময়েন উদ্দিনরা। এ সময় বাধা দিতে গেলে আব্দুল মোতালেবের ছেলে মাইদুল ইসলামকে (৩৫) মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। বর্তমানে আহত মাইদুল ইসলাম পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ভুক্তভোগী আব্দুল মোতালেব বলেন, ‘রাতের আঁধারে তারা আমার বাড়িতে হামলা ও ভাঙচুর করে ব্যাপক ক্ষতি করেছে। আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেছে। এ বিষয়ে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে অভিযুক্তদের একজন জয়নাল আবেদীন বলেন, ‘আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা। আমরা হামলা বা ভাঙচুর করিনি।’

পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম জানান, অভিযোগ পেলে তাঁরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত