Ajker Patrika

ঘোড়াঘাটে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত 

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১১: ৪৩
ঘোড়াঘাটে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত 

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় ওমর ফারুক (৩৮) নামে এক কর্তব্যরত পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নিতাইশামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকের সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

নিহত ওমর ফারুক পার্শ্ববর্তী গাইবান্ধা জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ঘোড়াঘাট থানায় কর্মরত ছিলেন। 

গ্রেপ্তারকৃত ট্রাক সহকারী হাফিজার রহমান (৩৮) বগুড়া সদর উপজেলার ভান্ডার পাইকার গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে। 

ঘোড়াঘাট থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাতে কনস্টেবল ওমর ফারুকসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ওই এলাকায় রাত্রিকালীন ডিউটি করছিলেন। পরে রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জগামী মালবোঝাই একটি ট্রাক কনস্টেবল ওমর ফারুককে রাস্তা পার হওয়ার সময় চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চালক ও সহকারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় আমরা একটি নিয়মিত মামলা দায়ের করেছি। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যান। তাঁকে দ্রুত গ্রেপ্তার করা হবে। অন্যদিকে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত