রংপুর প্রতিনিধি
বরপক্ষের লোকজন কনের বাড়িতে। চলছিল বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাজির হন বিয়ের আসরে। পালিয়ে যান বর ও কনের অভিভাবকেরা। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবার ১৫ হাজার টাকা জরিমানা করেন ইউএনও। এ সময় নেওয়া হয় ওই বাবার কাছ থেকে নেওয়া হয় ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে না দেওয়ার মুচলেকা। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দোয়ালীপাড়া গ্রামের এক কৃষকের মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণিতে পড়াশোনা করে। তার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল পাশের হাড়িয়াপাড়া গ্রামের নুর মোহাম্মাদের ছেলে সাগর আলীর (২০)। গতকাল রাত ১০টায় বরযাত্রীও চলে আসে বিয়ে করার জন্য। এ সময় বাল্যবিবাহের খবর পান ইউএনও রুবেল রানা। এরপর বাল্যবিবাহ বন্ধ করতে ইউএনও সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ইউএনও ও পুলিশের উপস্থিতি টের পেয়ে বরযাত্রীরা পালিয়ে যান। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ছাত্রীর বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা নেওয়া হয়।
ইউএনও রুবেল রানা বলেন, ‘গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি দোয়ালীপাড়া গ্রামে নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহের আয়োজন করা হয়েছে। এরপর সেখানে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, পুলিশসহ ঘটনাস্থলে যাই। এ সময় বরযাত্রীর কাউকে পাওয়া যায়নি। মেয়ের বাবা মুচলেকা দিয়েছে ১৮ বছরের আগে ওই ছাত্রীর বিয়ে দেবেন না। এ সময় তাঁর ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
ওই স্কুলছাত্রীর বাবা বলেন, ‘না বুঝে অল্প বয়সে মেয়ের বিয়ে দেওয়ার ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন বুঝতে পারছি। মেয়েকে লেখাপড়া শিখিয়ে উপযুক্ত বয়সে বিয়ে দেব।’
বরপক্ষের লোকজন কনের বাড়িতে। চলছিল বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাজির হন বিয়ের আসরে। পালিয়ে যান বর ও কনের অভিভাবকেরা। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবার ১৫ হাজার টাকা জরিমানা করেন ইউএনও। এ সময় নেওয়া হয় ওই বাবার কাছ থেকে নেওয়া হয় ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে না দেওয়ার মুচলেকা। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দোয়ালীপাড়া গ্রামের এক কৃষকের মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণিতে পড়াশোনা করে। তার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল পাশের হাড়িয়াপাড়া গ্রামের নুর মোহাম্মাদের ছেলে সাগর আলীর (২০)। গতকাল রাত ১০টায় বরযাত্রীও চলে আসে বিয়ে করার জন্য। এ সময় বাল্যবিবাহের খবর পান ইউএনও রুবেল রানা। এরপর বাল্যবিবাহ বন্ধ করতে ইউএনও সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ইউএনও ও পুলিশের উপস্থিতি টের পেয়ে বরযাত্রীরা পালিয়ে যান। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ছাত্রীর বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা নেওয়া হয়।
ইউএনও রুবেল রানা বলেন, ‘গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি দোয়ালীপাড়া গ্রামে নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহের আয়োজন করা হয়েছে। এরপর সেখানে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, পুলিশসহ ঘটনাস্থলে যাই। এ সময় বরযাত্রীর কাউকে পাওয়া যায়নি। মেয়ের বাবা মুচলেকা দিয়েছে ১৮ বছরের আগে ওই ছাত্রীর বিয়ে দেবেন না। এ সময় তাঁর ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
ওই স্কুলছাত্রীর বাবা বলেন, ‘না বুঝে অল্প বয়সে মেয়ের বিয়ে দেওয়ার ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন বুঝতে পারছি। মেয়েকে লেখাপড়া শিখিয়ে উপযুক্ত বয়সে বিয়ে দেব।’
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২৬ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে