Ajker Patrika

পঞ্চগড়ে রেল স্টেশন থেকে শিশু উদ্ধার

প্রতিনিধি, পঞ্চগড়
পঞ্চগড়ে রেল স্টেশন থেকে শিশু উদ্ধার

ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়া থেকে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন এলাকায় আসা নীরব (৮) নামের এক শিশুকে উদ্ধার করেছে সদর থানা–পুলিশ। গতকাল শনিবার দিনগত রাতে পঞ্চগড় শহরের স্টেশন এলাকার সিএমবি মোড় থেকে স্থানীয় ব্যবসায়ী মাসুদের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে পুলিশ। 

শিশুটির ভাষ্য মতে জানা যায়, সে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার আমতলী চান্দুরা এলাকার আজাদ আলীর ছেলে। মায়ের নাম লায়লা বেগম। দুই ভাই ও এক বোনের মধ্যে বড় সে। ছোট ভাইয়ের নাম ইসমাইল (৩) ও বোনের নাম দিরা মনি (৫)। চাচার নাম দুলু ও চাচাতো ভাই বোনের নাম মিম, আকাশ। এ ছাড়া অন্য কিছু বলতে পারছে না ওই শিশুটি। 

ব্যবসায়ী মাসুদ বলেন, শিশুটি শনিবার রাত দশটার পর সিএমবি রাস্তার সামনে কান্না করছিল। দোকান থেকে শিশুদের কান্নার আওয়াজ পেয়ে কাছে গিয়ে জানতে পারি সে ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়া থেকে পঞ্চগড়ে এসেছে। পরে তাঁকে বাড়িতে নিয়ে গিয়ে রাতের খাওয়া-দাওয়া করানো হয়। তাকে জিজ্ঞেস করলে তাঁর নাম নীরব বলে জানায়। বেশি কিছু বলতে না পারায় স্থানীয় সাংবাদিককে জানালে তাঁর অসহযোগিতায় থানা–পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ধাক্কামারা ইউনিয়ন পরিষদের সামনে থেকে শিশুটিকে উদ্ধার করে থানায় নেয়। 

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া পিপিএম বলেন, শিশুটির বাবা মাকে ফিরিয়ে পেতে প্রতিটি থানায় মেসেজ দেওয়া হচ্ছে। একই সঙ্গে শিশুটির দেওয়া তথ্যমতে ওই এলাকায় খোঁজ খবর নেওয়া হচ্ছে। আপাতত শিশুটিকে হেফাজতে রাখা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত