Ajker Patrika

আটোয়ারীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ 

পঞ্চগড় প্রতিনিধি
আটোয়ারীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ 

পঞ্চগড়ের আটোয়ারীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে উপজেলার আটোয়ারী-ঠাকুরগাঁও সড়কের গোবিন্দপুর এলাকায় এই দুর্ঘটনা হয়। 

নিহত আব্দুল রাজ্জাক বায়োটেক ফার্মাসিউটিক্যাল নামের একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তিনি দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের আরোহী ছিলেন। 

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিঞা দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মরদেহ ঠাকুরগাঁও হাসপাতালে রয়েছে। এই ঘটনার পর কোম্পানির মাধ্যমে আব্দুল রাজ্জাকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁর পরিবারের লোকজন এলে তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাসটি জব্দ করা হয়েছে।’ 

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বিকেলে আটোয়ারী উপজেলার আটোয়ারী-ঠাকুরগাঁও সড়কের গোবিন্দপুর এলাকায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা সেলিনা পরিবহন নামের একটি মিনিবাসের সঙ্গে ঠাকুরগাঁও থেকে আসা বায়োটেক ফার্মাসিউটিক্যাল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আব্দুর রাজ্জাকের মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। 

স্থানীয় লোকজন এসে দুর্ঘটনাকবলিত মিনিবাস আটক করে রাজ্জাককে উদ্ধার করেন। তাঁকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়, পরে সেখান থেকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল রাজ্জাককে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত