Ajker Patrika

কাউনিয়ায় পরীক্ষা দিয়ে ফেরার পথে অটোরিকশাচাপায় শিশুশিক্ষার্থী নিহত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
কাউনিয়ায় পরীক্ষা দিয়ে ফেরার পথে অটোরিকশাচাপায় শিশুশিক্ষার্থী নিহত

রংপুরের কাউনিয়ায় অটোরিকশাচাপায় আফসানা খাতুন (১২) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজীব স্কুলের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশাচালক হায়দার আলীকে (৩৮) আটক করেছে স্থানীয় লোকজন।

নিহত আফসানা খাতুন উপজেলার শিবু দইটারী গ্রামের বাসিন্দা আয়নাল হকের মেয়ে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

আফসানার স্বজনেরা জানায়, উপজেলার টেপামধুপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে দুপুরে কিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তি পরীক্ষা দিয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিল আফসানা। অটোরিকশাটি রাজীব স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে আফসানা রাস্তায় পড়ে অটোরিকশাচাপায় ঘটনাস্থলেই নিহত হয়।

এ বিষয়ে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গনি আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন অটোরিকশাচালক হায়দার আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত