Ajker Patrika

মাদক মামলায় রায়, সাজার বদলে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে হবে ১ মাস

সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও
মাদক মামলায় রায়, সাজার বদলে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে হবে ১ মাস

ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় মো. আবদুল্লাহ (৫০) নামের এক আসামিকে ব্যতিক্রমী সাজা দিলেন আদালত। রায়ে আদালত চত্বরে প্রতিদিন এক ঘণ্টা করে ‘মাদক ব্যবসার জন্য আমি দুঃখিত, লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী’, ‘মাদক দেশ ও দশের শত্রু, মাদক পরিহার করুন’ লেখা প্ল্যাকার্ড হাতে এক মাস দাঁড়িয়ে থাকার নির্দেশ দেওয়া হয়।

ওই ব্যক্তির নাম মো. আবদুল্লাহ (৫০)। বাড়ি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাউতনগর গ্রামে। মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত হন তিনি। কিন্তু এ জন্য তাঁকে কারাভোগ করতে হচ্ছে না। ১ বছরের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানার বদলে তাঁকে পরিবারের সঙ্গে থেকে সংশোধনের সুযোগ দেওয়া হয়।

ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন আজ রোববার আসামির উপস্থিতিতে এ রায় দেন।

আসামিপক্ষের আইনজীবী জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ২০১৫ সালে আবদুল্লাহর বিরুদ্ধে একটি মাদক মামলা বিচারাধীন ছিল। আজ সেটির রায় ঘোষণা করা হয়। রায়ে আসামিকে অপরাধের শাস্তি হিসেবে ‘মাদক ব্যবসার জন্য দুঃখিত, লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী’ লেখা প্ল্যাকার্ড হাতে প্রতিদিন এক ঘণ্টা করে আদালত চত্বরে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছে।

এর আগে বিচারক আসামি আবদুল্লাহকে দোষী সাব্যস্ত করে এক বছরের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। পরে আদালতের দৃষ্টি আকর্ষণ করে আইনজীবী জানান, আবদুল্লাহ একজন গরিব কৃষক এবং তাঁর দুই মেয়ে পবিত্র কোরআনের হাফেজ। মাদক ব্যবসার জন্য তিনি লজ্জিত এবং এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। পরে আদালত আগের রায় বদলে এ রায় ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত