হিলি স্থলবন্দর প্রতিনিধি
আমদানি কমের অজুহাতে আবারও একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে (ট্রাকসেল) পেঁয়াজের দাম বাড়ল কেজিতে ৩ টাকা করে। আজ সোমবার বন্দরে প্রতি কেজি ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৩৭ টাকা কেজি দরে, যা একদিন আগেই ৩৩ থেকে ৩৪ টাকা বিক্রি হয়েছে। অপরদিকে নগর জাতের পেঁয়াজ ৩৬ টাকা বিক্রি হলেও তা বেড়ে এখন ৩৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে কয়েক দিন দাম কম থাকার পরে আবারও দাম বাড়ায় বিপাকে পড়েছেন বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকারসহ নিম্ন আয়ের মানুষজন।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মুজাম্মেল হোসেন বলেন, মূলত বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমে যাওয়ার কারণেই পেঁয়াজের দাম বাড়ছে। তবে তা আগামী দু-এক দিনের মধ্যে অর্থাৎ এ সপ্তাহের শেষের দিকে বন্দর দিয়ে আবারও পেঁয়াজের আমদানি যেমন বাড়বে তেমনি পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে আসবে। এর কারণ হলো হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালীপূজার কারণে ভারতের পেঁয়াজের মোকামগুলোতে পেঁয়াজের লোডিং ৪ দিন বন্ধ ছিল।
বন্ধের আগে যেসব ট্রাক লোডিং ছিল বর্তমানে শুধুমাত্র ওই সব পেঁয়াজের ট্রাকগুলোই দেশে আসছে। এর ফলে হিলিসহ দেশের সবগুলো বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি আগের তুলনায় কমে আসায় দেশের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমের কারণেই দাম বাড়ছে। এরই মধ্যে পূজার বন্ধ শেষে ভারতের মোকামে পেঁয়াজের লোডিং পুনরায় শুরু হয়ে গেছে যেসব পেঁয়াজ আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে বন্দরে প্রবেশ করা শুরু করবে। এ সময় পেঁয়াজের আমদানি আবারও বাড়বে এতে দাম কমে আসবে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত থাকলেও দিন দিন সেই পরিমাণ শুধু কমছে। গত শনিবার বন্দর দিয়ে ৭টি ট্রাকে ১৮২ টন পেঁয়াজ আমদানি হয়েছিল সেখানে রবিবার বন্দর দিয়ে ৬টি ট্রাকে ১৫৪ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আজও বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। আমদানি করা এসব পেঁয়াজ বন্দর থেকে খালাস করে নিয়েছেন আমদানিকারকরা। যেখানে এর আগে বন্দর দিয়ে ২০ থেকে ২৫ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছিল।
আমদানি কমের অজুহাতে আবারও একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে (ট্রাকসেল) পেঁয়াজের দাম বাড়ল কেজিতে ৩ টাকা করে। আজ সোমবার বন্দরে প্রতি কেজি ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৩৭ টাকা কেজি দরে, যা একদিন আগেই ৩৩ থেকে ৩৪ টাকা বিক্রি হয়েছে। অপরদিকে নগর জাতের পেঁয়াজ ৩৬ টাকা বিক্রি হলেও তা বেড়ে এখন ৩৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে কয়েক দিন দাম কম থাকার পরে আবারও দাম বাড়ায় বিপাকে পড়েছেন বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকারসহ নিম্ন আয়ের মানুষজন।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মুজাম্মেল হোসেন বলেন, মূলত বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমে যাওয়ার কারণেই পেঁয়াজের দাম বাড়ছে। তবে তা আগামী দু-এক দিনের মধ্যে অর্থাৎ এ সপ্তাহের শেষের দিকে বন্দর দিয়ে আবারও পেঁয়াজের আমদানি যেমন বাড়বে তেমনি পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে আসবে। এর কারণ হলো হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালীপূজার কারণে ভারতের পেঁয়াজের মোকামগুলোতে পেঁয়াজের লোডিং ৪ দিন বন্ধ ছিল।
বন্ধের আগে যেসব ট্রাক লোডিং ছিল বর্তমানে শুধুমাত্র ওই সব পেঁয়াজের ট্রাকগুলোই দেশে আসছে। এর ফলে হিলিসহ দেশের সবগুলো বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি আগের তুলনায় কমে আসায় দেশের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমের কারণেই দাম বাড়ছে। এরই মধ্যে পূজার বন্ধ শেষে ভারতের মোকামে পেঁয়াজের লোডিং পুনরায় শুরু হয়ে গেছে যেসব পেঁয়াজ আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে বন্দরে প্রবেশ করা শুরু করবে। এ সময় পেঁয়াজের আমদানি আবারও বাড়বে এতে দাম কমে আসবে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত থাকলেও দিন দিন সেই পরিমাণ শুধু কমছে। গত শনিবার বন্দর দিয়ে ৭টি ট্রাকে ১৮২ টন পেঁয়াজ আমদানি হয়েছিল সেখানে রবিবার বন্দর দিয়ে ৬টি ট্রাকে ১৫৪ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আজও বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। আমদানি করা এসব পেঁয়াজ বন্দর থেকে খালাস করে নিয়েছেন আমদানিকারকরা। যেখানে এর আগে বন্দর দিয়ে ২০ থেকে ২৫ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছিল।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগদান দেবেন। পাশাপাশি তাঁর পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামও পরিদর্শন করবেন।
২১ মিনিট আগেনড়াইলের লোহাগড়ায় বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে খাজা মোল্যা (৫১) নামে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কুমারডাঙ্গা সড়কের উপর হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত খাজা মোল্যা উপজেলার ইতনা ইউনিয়নের পার-ইছাখালী গ্রামের লবাব মোল্যা ওরফে লবা মোল্যার ছেলে।
২২ মিনিট আগেযশোরের মনিরামপুরে এক শিক্ষক নেতার বিরুদ্ধে বিদ্যালয় ফাঁকি দেওয়ার অভিযোগ করেছেন তার সহকর্মী। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না আকস্মিকভাবে ওই বিদ্যালয় পরিদর্শনে গেলে তিনি এই অভিযোগ করেন। পরে ইউএনও বিদ্যালয় ত্যাগ করার পর অভিযুক্ত শিক্ষক মজনুর রহমান তার সহকর্মী রবিউল ইসলাম
২৮ মিনিট আগেরাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর রাজাবাজারসহ কয়েকটি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তবে আটক ব্যক্তিদের নাম জানা যায়নি।
১ ঘণ্টা আগে