দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় ৬৭ দশমিক ৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আজ বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বোর্ডের পরিসংখানে এ তথ্য জানা গেছে।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত পরিসংখানে জানা গেছে, চলতি বছর দিনাজপুর বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৮৫ হাজার ৬৭ জন শিক্ষার্থী। পাস করেছে ১ লাখ ২২ হাজার ১৪৬ জন। ফেল করেছে ৬২ হাজার ৯২১ জন।
পাসের হার ৬৭ দশমিক ৩ শতাংশ। গত বছর এই পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৩ ভাগ। গত বছরের তুলনায় পাসের হার ১১ দশমিক ৪ ভাগ কম।
চলতি বছরে দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৬২ জন। এদের মধ্যে মেয়ে শিক্ষার্থী ৭ হাজার ৫৪৬ জন, আর ছেলে শিক্ষার্থী ৭ হাজার ৫১৬ জন। ছেলেদের পাসের হার ৬৪ দশমিক ৩৮ ভাগ, আর মেয়েদের পাসের হার ৬৯ দশমিক ৭৮ ভাগ।
আরও জানা যায়, চলতি বছরে দিনাজপুর বোর্ডে ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি। গত বছর শূন্য শতাংশ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল চারটি।
এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, শুধু দিনাজপুর বোর্ডেই নয়, দেশের সব বোর্ডেই পাসের হার কমেছে।
তিনি বলেন, ‘এ বছর ফলাফলে কোনো কনসিডারেশন করা হয়নি।’
পাস না করা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে তিনি বলেন, ‘এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা খুবই নগণ্য। এক থেকে দশের মধ্যে। বিষয়টি নিয়ে আমরা মন্ত্রণালয়কে জানাব।’
তিনি আরও বলেন, ‘করোনা-পরবর্তী শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে সম্পর্ক কিছুটা কমেছিল। পাসের হার কিছুটা কম হওয়ায় শিক্ষার্থীরা আবারও পড়ার টেবিলে ফিরবে।’
দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় ৬৭ দশমিক ৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আজ বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বোর্ডের পরিসংখানে এ তথ্য জানা গেছে।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত পরিসংখানে জানা গেছে, চলতি বছর দিনাজপুর বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৮৫ হাজার ৬৭ জন শিক্ষার্থী। পাস করেছে ১ লাখ ২২ হাজার ১৪৬ জন। ফেল করেছে ৬২ হাজার ৯২১ জন।
পাসের হার ৬৭ দশমিক ৩ শতাংশ। গত বছর এই পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৩ ভাগ। গত বছরের তুলনায় পাসের হার ১১ দশমিক ৪ ভাগ কম।
চলতি বছরে দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৬২ জন। এদের মধ্যে মেয়ে শিক্ষার্থী ৭ হাজার ৫৪৬ জন, আর ছেলে শিক্ষার্থী ৭ হাজার ৫১৬ জন। ছেলেদের পাসের হার ৬৪ দশমিক ৩৮ ভাগ, আর মেয়েদের পাসের হার ৬৯ দশমিক ৭৮ ভাগ।
আরও জানা যায়, চলতি বছরে দিনাজপুর বোর্ডে ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি। গত বছর শূন্য শতাংশ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল চারটি।
এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, শুধু দিনাজপুর বোর্ডেই নয়, দেশের সব বোর্ডেই পাসের হার কমেছে।
তিনি বলেন, ‘এ বছর ফলাফলে কোনো কনসিডারেশন করা হয়নি।’
পাস না করা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে তিনি বলেন, ‘এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা খুবই নগণ্য। এক থেকে দশের মধ্যে। বিষয়টি নিয়ে আমরা মন্ত্রণালয়কে জানাব।’
তিনি আরও বলেন, ‘করোনা-পরবর্তী শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে সম্পর্ক কিছুটা কমেছিল। পাসের হার কিছুটা কম হওয়ায় শিক্ষার্থীরা আবারও পড়ার টেবিলে ফিরবে।’
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর রাজৈরে ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও লুটপাটের ঘটনায় পাঠানকান্দি গ্রামের এক বিএনপি কর্মীর দায়ের করা মামলায় শাজাহান মোল্লা এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
১২ মিনিট আগেশিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদারকান্দি গ্রামের শাহ আলম ও নাছিমা দম্পতির একমাত্র ছেলে ছিলেন হৃদয়। তিনি স্থানীয় একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন। পড়াশোনা শেষ করে সৌদি আরবে থাকা চাচার সহায়তায় বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর।
১৭ মিনিট আগেজুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় দোকান কর্মচারী শহীদুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে মামলার আসামির সংখ্যা প্রায় ৫ গুণ বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে।
৩২ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রী কাকলিকে (৩২) হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-১৪) মেহেদীকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে