Ajker Patrika

হাট-বাজারে মাইকিং করে বালিয়াডাঙ্গীতে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান 

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৫: ৪৪
হাট-বাজারে মাইকিং করে বালিয়াডাঙ্গীতে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান 

ঠাকুরগাঁওয়ের তিন আসনের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়ে বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গ্রামগুলোতে মাইকিং করা হচ্ছে। 

আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কালমেঘ বাজার, লাহিড়ী বাজার, হলিদবাড়ী বাজার, স্কুলহাট, বাদামবাড়ী বাজার, জাউনিয়া বাজার, বটের হাটে এসব মাইকিং শোনা গেছে। 

বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বালিয়াডাঙ্গী ইউএনও আফসানা কাওছার বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনায় ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে মাইকিং করা হচ্ছে। নির্বাচন কমিশন থেকে রেকর্ড পাঠিয়েছে, আমরা শুধু স্থানীয়ভাবে মাইক দিয়ে প্রচারের ব্যবস্থা করে দিচ্ছি। 

বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজারের মিমু মাইক সার্ভিসের প্রোপাইটার মোজাম্মেল হক বলেন, সকালে উপজেলা প্রশাসন ভোট প্রদানের জন্য আহ্বান জানিয়ে চারটি গাড়িতে মাইকিং করতে বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। নির্দেশনা রয়েছে চারটি গাড়ি উপজেলার আটটি ইউনিয়নের হাট-বাজার ও গ্রামগুলোতে নির্বাচন কমিশনের দেওয়া রেকর্ড মাইকের মাধ্যমে প্রচার করবে। 

কালমেঘ বাজারের নজরুল ইসলাম বলেন, ‘কাইল ভোট, ভোট দিবার তানে মাইকিং করছে। শুনে ভালোই লাগিল, মাইকিং সবাই শুনিলে কেন্দ্রত যাবে সবাই ভোট দিবা।’ 

স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, মাইকিংয়ের ফলে ভোটারদের কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করতে উৎসাহ জোগাবে। এটি নির্বাচন কমিশনের ভালো উদ্যোগ। 

ইউএনও আফসানা কাওছার বলেন, উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে। ভোটকেন্দ্র ও বিভিন্ন বাজারে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত রয়েছে। 

বালিয়াডাঙ্গী, হরিপুর উপজেলা ও রানীশংকৈল উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও-২ আসনে এবার ১০৪টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এতে ভোটাধিকার প্রয়োগ করবেন ৩ লাখ ১৭ হাজার ৯৬৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ২৭৪ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৬৩ হাজার ৬৯১ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত