Ajker Patrika

রংপুরের গ্রাম থেকে শহরে বৃষ্টিতে ভিজে ছাত্র-জনতার উল্লাস, আনন্দ মিছিল

রংপুর প্রতিনিধি
রংপুরের গ্রাম থেকে শহরে বৃষ্টিতে ভিজে ছাত্র-জনতার উল্লাস, আনন্দ মিছিল

ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনার দেশত্যাগের খবরে বিজয়োল্লাস ছড়িয়ে পড়েছে রংপুরে। আজ সোমবার বিকেল ৩টা থেকে আনন্দ উল্লাস গ্রাম থেকে শহরে ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন এলাকা থেকে ট্রাক, পিকআপ ও ইজিবাইকে করে নগরীতে মিছিল নিয়ে প্রবেশ করে ছাত্রজনতা। 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, আজ সেনাপ্রধানের ব্রিফিংয়ের আগেই নগরীর রাস্তায় মিছিল বের করে রংপুরের সাধারণ মানুষ। স্লোগানে স্লোগানে পরিণত হয় মিছিলের নগরীতে। সেখানে জড়ো হওয়া মানুষ ‘জিতল রে জিতল’, ‘ছাত্র সমাজ জিতল’,–সহ নানা স্লোগান দিতে থাকেন। এ সময় জাতীয় পতাকা উড়িয়ে বৃষ্টিতে ভিজে নাচতে দেখা যায় তাঁদের। 

বিকেলে বিজয় মিছিল নিয়ে বের হন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় তাঁকে পেয়ে উল্লাসের মাত্রা আরও বেড়ে যায়। ছাত্র-জনতার উদ্দেশ্যে স্যালুট জানান তিনি। বিকেল ৫টায় আনন্দ মিছিল নিয়ে জড়ো হওয়া ছত্র-জনতা পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদ চত্বরে জড়ো হওয়ার জন্য ছোটেন। 

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাক ও বিভিন্ন পরিবহনে গ্রাম থেকে শহরে আসতে শুরু করেছে হাজার হাজার মানুষ। এ সময় তাঁদের মিষ্টি বিতরণ করতেও দেখা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরীতে আনন্দ উল্লাস চলছে। 

এর আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে, প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাপ্রধান বলেন, ‘এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত