Ajker Patrika

বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে ২ কিশোরীর মৃত্যু

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৯: ৫৯
বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে ২ কিশোরীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকুরে ঘাস পরিষ্কার করতে গিয়ে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুকুরে ডুবে পানি খেয়ে অসুস্থ হয়েছে আরও একজন। অসুস্থ কিশোরীকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আজ শনিবার বেলা ২টায় বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের আরাজী দুর্লভপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত দুই কিশোরী হলো, ওই গ্রামের মালারাম রায়ের মেয়ে ময়না রাণী (১২) ও মহেন চন্দ্র সিংহের মেয়ে মল্লীকা রানী (১৩)। অসুস্থ প্রিয়াঙ্কা (১৩) বিঘানু রামের মেয়ে। 

ঘটনার পর কিশোরীদের বাড়িতে স্থানীয় ও স্বজনদের ভিড়। ছবি: আজকের পত্রিকা প্রতিবেশী রাজিউর রহমান জানান, দুপুরে বাড়ির পাশে পুকুরে গবাদিপশুর জন্য মাঠ থেকে নিয়ে আসা ঘাস পানিতে ধোয়ার জন্য মল্লীকা, প্রিয়াঙ্কা ও ময়না পুকুরে নামে। এ সময় পানিতে ডুবে গেলে পুকুরের পাড়ে থাকা শিশুরা চিৎকার দেয়। শিশুদের চিৎকার শুনে স্থানীয় লোকজন তাদের উদ্ধারে এগিয়ে আসেন। পুকুর থেকে তিনজনকে উদ্ধার করলে ঘটনাস্থলে মল্লীকা ও ময়না মারা যায়। অসুস্থ অবস্থায় প্রিয়াঙ্কাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রিয়াঙ্কা এখন সুস্থ আছে। 

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম জানান, পরিবারের কারও অভিযোগ না থাকায় দুইজনের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত