Ajker Patrika

নীলফামারীতে লাঠির আঘাতে গৃহবধূ নিহত, ভাশুরের বিরুদ্ধে অভিযোগ

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ০৫ মে ২০২৩, ২২: ৫৬
নীলফামারীতে লাঠির আঘাতে গৃহবধূ নিহত, ভাশুরের বিরুদ্ধে অভিযোগ

নীলফামারী সদরে পারিবারিক কলহের জেরে ভাশুরের লাঠির আঘাতে গৃহবধূ রাকিবা আক্তারের (২৯) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় আজ বিকেলে পুলিশ গৃহবধূর শ্বশুর ও জাকে (ভাশুরের স্ত্রী) আটক করেছে। 

নিহত রাকিবা জেলা সদরের গোরগ্রাম ইউনিয়নের দলুয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. জয়নাল আবেদীনের স্ত্রী। 

গৃহবধূ নিহত হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) সমর চন্দ্র রায়। তিনি বলেন, ‘এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের শ্বশুর ও ভাশুর আফজাল হোসেনের স্ত্রী ইয়াসমিন বেগমকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আগামীকাল শনিবার নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত করা হবে।’ 

নিহতের পরিবারের লোকজন জানান, প্রায় আড়াই বছর আগে জেলা সদরের টুপামারী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মো. রোকন আলীর মেয়ে রাকিবার সঙ্গে জয়নালের বিয়ে হয়। বিয়ের পর থেকে পৈতৃক ভিটা নিয়ে জয়নাল ও তাঁর বড় ভাই আফজালের মধ্যে প্রায় ঝগড়া হতো। এর জেরে গত ২১ এপ্রিল দুপুরে আফজাল ছোট ভাইয়ের স্ত্রী রাকিবাকে বাড়িতে প্রবেশের সময় লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। আফজালের স্ত্রী ও শ্বশুর মফিজ গৃহবধূকে মারধরে জড়িত ছিলেন। 

রাকিবার মেজো ভাই এরশাদ আলী বলেন, ‘পারিবারিক কলহের জেরে আমার ভগ্নিপতির বড় ভাই আফজাল ও তাঁর স্ত্রী ইয়াসমিন আমার বোনকে লাঠি দিয়ে বেধড়ক আঘাত করেন। বোনের শ্বশুরসহ অন্যরা আমার বোনকে মারতে উৎসাহিত করেন। এ অবস্থায় বোন অসুস্থ হলে চিকিৎসা না দিয়ে তাঁকে বাড়িতে ফেলে রাখেন তাঁরা।’ 

এরশাদ আলী আরও বলেন, ‘ঈদের পর ২৪ এপ্রিল বোন আমাদের বাড়িতে এলে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করি। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ২ মে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল আটটার দিকে তাঁর মৃত্যু হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত