কুড়িগ্রাম ও উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ ভূমি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। আজ রোববার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে কচাকাটা থানা-পুলিশ।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ অগ্নিকাণ্ড ও এতে ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার দুজন হলেন—বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ বাজার এলাকার মকবুল হোসেনের ছেলে আরিফ হোসেন ও একই ইউনিয়নের গাবতলা ডাক্তার পাড়ার নুর ইসলামের ছেলে বাবু মিয়া। তাঁরা আজ ভোরে ভূমি কার্যালয়ে দরজার তালা ভেঙে ভেতরে থাকা একটি পাম্প মোটর চুরি করে নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার ভোরে নামাজ পড়তে গেলে স্থানীয়রা ভূমি কার্যালয়ে আগুন দেখতে পান। পরে স্থানীয়দের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ভূমি কার্যালয়ের কর্মচারী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
গ্রেপ্তার আরিফ ও বাবুর দেওয়া প্রাথমিক ‘স্বীকারোক্তির’ বরাতে পুলিশ জানায়, রোববার ভোরে ভূমি কার্যালয়ে ঢুকে একটি পানির পাম্প চুরি করে নিয়ে যান আরিফ ও বাবু। এ সময় তাঁরা কার্যালয়ের ভেতর ধূমপান করেন। তাদের ফেলে যাওয়া সিগারেট থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে কার্যালয়ের বেশ কিছু নথিপত্র পুড়ে গেছে।
তবে পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডটি অভিযুক্তদের দ্বারা ইচ্ছাকৃত সংঘটিত কি না এবং এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ইউএনও সিব্বির আহমেদ বলেন, ‘চুরির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্য মতে পাম্প মোটরটি উদ্ধার করা হয়েছে। আগুনে অফিসের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে।’ আগুনে ১২টি রেজিস্ট্রার-২ বই, ও একটি রেজিস্ট্রার-১২ বই পুড়ে গেছে। এ ছাড়াও বেশ কিছু নামজারি নথি পুড়ে গেছে বলেও জানান, ইউএনও।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার দুপুরে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী আরিফের ঘর থেকে পাম্প মোটরটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও অভিযানে বাবু মিয়ার ঘর থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।
ওসি বলেন, ‘ভূমি কার্যালয়ের এক কর্মচারী বাদী হয়ে গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে চুরি ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা করেছেন। এ ছাড়াও থানার উপপরিদর্শক আজহার আলী বাদী হয়ে অভিযুক্ত বাবু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আসামিদের আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ ভূমি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। আজ রোববার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে কচাকাটা থানা-পুলিশ।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ অগ্নিকাণ্ড ও এতে ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার দুজন হলেন—বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ বাজার এলাকার মকবুল হোসেনের ছেলে আরিফ হোসেন ও একই ইউনিয়নের গাবতলা ডাক্তার পাড়ার নুর ইসলামের ছেলে বাবু মিয়া। তাঁরা আজ ভোরে ভূমি কার্যালয়ে দরজার তালা ভেঙে ভেতরে থাকা একটি পাম্প মোটর চুরি করে নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার ভোরে নামাজ পড়তে গেলে স্থানীয়রা ভূমি কার্যালয়ে আগুন দেখতে পান। পরে স্থানীয়দের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ভূমি কার্যালয়ের কর্মচারী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
গ্রেপ্তার আরিফ ও বাবুর দেওয়া প্রাথমিক ‘স্বীকারোক্তির’ বরাতে পুলিশ জানায়, রোববার ভোরে ভূমি কার্যালয়ে ঢুকে একটি পানির পাম্প চুরি করে নিয়ে যান আরিফ ও বাবু। এ সময় তাঁরা কার্যালয়ের ভেতর ধূমপান করেন। তাদের ফেলে যাওয়া সিগারেট থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে কার্যালয়ের বেশ কিছু নথিপত্র পুড়ে গেছে।
তবে পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডটি অভিযুক্তদের দ্বারা ইচ্ছাকৃত সংঘটিত কি না এবং এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ইউএনও সিব্বির আহমেদ বলেন, ‘চুরির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্য মতে পাম্প মোটরটি উদ্ধার করা হয়েছে। আগুনে অফিসের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে।’ আগুনে ১২টি রেজিস্ট্রার-২ বই, ও একটি রেজিস্ট্রার-১২ বই পুড়ে গেছে। এ ছাড়াও বেশ কিছু নামজারি নথি পুড়ে গেছে বলেও জানান, ইউএনও।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার দুপুরে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী আরিফের ঘর থেকে পাম্প মোটরটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও অভিযানে বাবু মিয়ার ঘর থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।
ওসি বলেন, ‘ভূমি কার্যালয়ের এক কর্মচারী বাদী হয়ে গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে চুরি ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা করেছেন। এ ছাড়াও থানার উপপরিদর্শক আজহার আলী বাদী হয়ে অভিযুক্ত বাবু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আসামিদের আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
৫ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
৫ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
৮ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
৯ মিনিট আগে