ঠাকুরগাঁও প্রতিনিধি
খুঁটি থেকে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছিল মাটিতে। আর তাতে বিদ্যুতায়িত হয়ে মারা গেলেন এক নারী শ্রমিক। এ সময় ওই নারীর গলা দগ্ধ হয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ভূল্লী থানার মাদারগঞ্জ বোর্ডস্কুল এলাকায়।
নিহত ওই নারী হলেন মাদারগঞ্জ বোর্ডস্কুল এলাকার রবিউল ইসলামের স্ত্রী গোলাপী বেগম (৪২)। তিনি পাশের এলাকা বারোমাড়ার একটি পাটকলে নারী শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। তিনি বলেন, ‘এই ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত নারীর স্বজনদের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি আতিকুর জানান, ‘পাটকলে রাতের ডিউটি শেষে সকাল ৯টার দিকে বাড়ি ফিরছিলেন গোলাপি ও তাঁর এক নারী সহকর্মী। বাড়ির কাছাকাছি পৌঁছালে ধানখেতের আইলের ওপর বৈদ্যুতিক খুঁটির ছিঁড়ে পড়া তার গোলাপির গলায় জড়িয়ে যায়। এতে দগ্ধ হয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। নিহতের সহকর্মী আরেক নারী সুস্থ আছেন।’
এ দিকে গোলাপির মৃত্যুর ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় লোকজন। তাঁরা বলেন, ‘পল্লী বিদ্যুতের অবহেলার কারণেই এমন মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর আগেও অকেজো কাঠের বিদ্যুতের খুঁটির ছিঁড়ে যাওয়া তারে কয়েকটি গরু মারা গেছে। ওই সময় ব্যবস্থা নেওয়া হলে আজ এই দুর্ঘটনা ঘটত না।’
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মাহফুজুর রহমান বলেন, ‘এর আগে বোর্ডস্কুল এলাকার কেউ অভিযোগ দেননি। অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় নিহত নারী শ্রমিকের পরিবারকে মানবিক দৃষ্টিতে সহযোগিতা করা হবে।’
খুঁটি থেকে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছিল মাটিতে। আর তাতে বিদ্যুতায়িত হয়ে মারা গেলেন এক নারী শ্রমিক। এ সময় ওই নারীর গলা দগ্ধ হয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ভূল্লী থানার মাদারগঞ্জ বোর্ডস্কুল এলাকায়।
নিহত ওই নারী হলেন মাদারগঞ্জ বোর্ডস্কুল এলাকার রবিউল ইসলামের স্ত্রী গোলাপী বেগম (৪২)। তিনি পাশের এলাকা বারোমাড়ার একটি পাটকলে নারী শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। তিনি বলেন, ‘এই ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত নারীর স্বজনদের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি আতিকুর জানান, ‘পাটকলে রাতের ডিউটি শেষে সকাল ৯টার দিকে বাড়ি ফিরছিলেন গোলাপি ও তাঁর এক নারী সহকর্মী। বাড়ির কাছাকাছি পৌঁছালে ধানখেতের আইলের ওপর বৈদ্যুতিক খুঁটির ছিঁড়ে পড়া তার গোলাপির গলায় জড়িয়ে যায়। এতে দগ্ধ হয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। নিহতের সহকর্মী আরেক নারী সুস্থ আছেন।’
এ দিকে গোলাপির মৃত্যুর ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় লোকজন। তাঁরা বলেন, ‘পল্লী বিদ্যুতের অবহেলার কারণেই এমন মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর আগেও অকেজো কাঠের বিদ্যুতের খুঁটির ছিঁড়ে যাওয়া তারে কয়েকটি গরু মারা গেছে। ওই সময় ব্যবস্থা নেওয়া হলে আজ এই দুর্ঘটনা ঘটত না।’
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মাহফুজুর রহমান বলেন, ‘এর আগে বোর্ডস্কুল এলাকার কেউ অভিযোগ দেননি। অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় নিহত নারী শ্রমিকের পরিবারকে মানবিক দৃষ্টিতে সহযোগিতা করা হবে।’
‘আমার ছেলে ছোট থেকেই মেধাবী, নম্র, ভদ্র স্বভাবের। ক্লাসের প্রত্যেক পরীক্ষায় প্রথম হতো। কোনো দিন কিছু নিয়ে আমার সঙ্গে জেদ করেনি। লেখাপড়ার প্রতি ছিল তার খুবই মনোযোগ। স্বপ্ন ছিল ছেলেকে চিকিৎসক বানাব। কল্পনাও করতে পারছি না, আমার ছেলেটা এভাবে মারা যাবে। সে পরীক্ষার রেজাল্ট আনতে গিয়ে লাশ হয়ে ঘরে ফিরবে।’
৭ মিনিট আগেনাটোরে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট খন্দকার ইশতিয়াক আহমেদ ডলারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার নাটোর স্বনির্ভর সমিতির (ইউজিসিএল) অফিস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।
৭ মিনিট আগেখুলনার দিঘলিয়া উপজেলার আড়ংঘাটায় আব্দুর রশিদ ঢালী হত্যা মামলায় জামাতা ও তাঁর ছোট ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এই রায় ঘোষণা করেন।
৯ মিনিট আগেধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চ ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে পৌরসভার মোল্লারচর এলাকাসংলগ্ন নদীর মাঝপথে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত না হলেও দুটি নৌযানই আংশিকভাবে ক্ষতিগ
১৯ মিনিট আগে