Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ৫৮
ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

ঠাকুরগাঁওয়ে জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় তোতা মিয়া (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ রোববার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত তোতা মিয়া একই গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তোতা মিয়ার সঙ্গে প্রতিবেশী রশিদ আইজুল ও মোখলেসদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিতে আজ সকালে সার ছিটাতে যান তোতা ও তাঁর ভাতিজা। এ সময় প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর হামলা চালিয়ে মারধর করেন। পরে তোতা মিয়াকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত তোতা মিয়ার ছেলে মোহাম্মদ মামুন বলেন, ‘আজ সকাল ১০টার দিকে আমার বাবা ও চাচাতো ভাই মোহাম্মদ বাদল আমনখেতে সার ছিটাতে যায়। এ সময় অপরপক্ষের রশিদ আইজুল, মুখলেস, তাদের ওপরে হামলা করে, এতে আমার বাবা নিহত হয়।’ হাসপাতালের চিকিৎসক রকিবুল আলম জানান, হাসপাতালে আনার আগেই তোতা মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ জানান, জমিসংক্রান্ত বিরোধে জেরে তোতা মিয়া নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত