কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটক ভেঙে গায়ের ওপর পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার পুঁটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মুনতাহা আক্তার (৪)। ভেড়ভেড়ী হাজিরহাট মাঝাপাড়া এলাকার মজনু মিয়ার মেয়ে সে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘রংপুরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। তার বাবা-মা থানায় আসেননি। এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।’
স্থানীয়রা বলছে, প্রতিদিনের মতো শনিবার সকালে স্কুলের মাঠে গরু-ছাগল চড়াতে যান মুনতাহার মা। এ সময় তাঁর পিছু পিছু শিশু মুনতাহাও স্কুলের দিকে যায়। স্কুলে প্রবেশের সময় হঠাৎ করেই বিদ্যালয়ের মূল ফটক (লোহার গেট) খুলে শিশুটির গায়ের ওপর পড়ে। পরে উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ রেফার করে। পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু মুনতাহার মৃত্যু হয়।
এ বিষয়ে ভেড়ভেরী মাঝাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই আজকের পত্রিকাকে বলেন, ‘আজ আমি যখন স্কুলে আসি শিশুটির মা মাঠের এক পার্শ্বে ধান সিদ্ধ করছিল। গেটের কবজা গত বছর ঝালাই দিয়েছিলাম। গত কয়েক দিন ধরে পুরোনো ঝালাই খুলে গেছে। স্থানীয় ওয়েল্ডিং মিস্ত্রিকে বলেছিলাম ঠিক করতে, কিন্তু আজ-কাল করতে করতে শিশুর ওপর গেট ভেঙে পড়ল।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর ই আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জানি না। দুর্ঘটনায় শিশুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক।’
নীলফামারীর কিশোরগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটক ভেঙে গায়ের ওপর পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার পুঁটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মুনতাহা আক্তার (৪)। ভেড়ভেড়ী হাজিরহাট মাঝাপাড়া এলাকার মজনু মিয়ার মেয়ে সে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘রংপুরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। তার বাবা-মা থানায় আসেননি। এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।’
স্থানীয়রা বলছে, প্রতিদিনের মতো শনিবার সকালে স্কুলের মাঠে গরু-ছাগল চড়াতে যান মুনতাহার মা। এ সময় তাঁর পিছু পিছু শিশু মুনতাহাও স্কুলের দিকে যায়। স্কুলে প্রবেশের সময় হঠাৎ করেই বিদ্যালয়ের মূল ফটক (লোহার গেট) খুলে শিশুটির গায়ের ওপর পড়ে। পরে উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ রেফার করে। পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু মুনতাহার মৃত্যু হয়।
এ বিষয়ে ভেড়ভেরী মাঝাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই আজকের পত্রিকাকে বলেন, ‘আজ আমি যখন স্কুলে আসি শিশুটির মা মাঠের এক পার্শ্বে ধান সিদ্ধ করছিল। গেটের কবজা গত বছর ঝালাই দিয়েছিলাম। গত কয়েক দিন ধরে পুরোনো ঝালাই খুলে গেছে। স্থানীয় ওয়েল্ডিং মিস্ত্রিকে বলেছিলাম ঠিক করতে, কিন্তু আজ-কাল করতে করতে শিশুর ওপর গেট ভেঙে পড়ল।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর ই আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জানি না। দুর্ঘটনায় শিশুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক।’
চুয়াডাঙ্গার দর্শনায় দ্রুতগতির ইজিবাইকের ধাক্কায় মাছুরা খাতুন (৩০) নামের এক নারী মারা গেছেন। আজ সোমবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে আহত অবস্থায় মাছুরা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসার পরই তিনি মারা যান।
৩ মিনিট আগেগোমস্তাপুরে নারীর (৪০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার যুগিবাড়ি পাংলার বিল এলাকার একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগেছাত্রদলের কমিটি নিয়ে আবার উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। শাখা ছাত্রদলের ৩৭০ সদস্যবিশিষ্ট বর্ধিত কমিটি ও ১৭টি হল কমিটিতে শিবির, ছাত্রলীগ ও ছিনতাইকারী রয়েছে বলে অভিযোগ এনে কমিটি বাতিলের দাবি জানিয়ে আসছেন ছাত্রদলের একদল বিক্ষুব্ধ নেতা-কর্মী।
১ ঘণ্টা আগেকুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে ১০ জেলেসহ একটি নামবিহীন মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে ট্রলারটি বঙ্গোপসাগরের আনুমানিক ১০ কিলোমিটার গভীরে ডুবে যায়।
১ ঘণ্টা আগে