ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে বড়দিনের উৎসবে একই পরিবারের চারজনসহ মোট ১১ জন সনাতন ধর্ম থেকে খ্রিষ্টধর্ম গ্রহণ করেছেন। গতকাল শনিবার সকালে তাঁরা খ্রিষ্টধর্ম গ্রহণ করেন বলে নিশ্চিত করেছেন কোদবীর ক্যাথলিক চার্চের ইনচার্জ ফাদার জসিম ফিলিপ মুর্মু।
খ্রিষ্টধর্ম গ্রহণকারীরা হলেন—উপজেলার পারইল কোদবীর মিশনপাড়া এলাকার মৃত ইলিয়াস হেম্ব্রমের স্ত্রী মালতি আনারেখা কিস্কু (৩২) ও তাঁর ছেলে শুভ হেম্ব্রম (৯), স্যামুয়েল হেম্ব্রম (৬) ও সুব্রত হেম্ব্রম (৩) ; একই গ্রামের মৃত পাটোয়ারী মার্ডীর ছেলে অনিল মার্ডী (৫০), ইলিসন মার্ডীর দেড় বছরের মেয়ে ঈশিতা, উইনাল মার্ডীর স্ত্রী সঙ্গীতা হাঁসদা (১৯) ও তাঁর ছেলে উইলসন মার্ডী (১৪), বিশ্বনাথ টুডুর ছেলে রোহাল টুডু (১১)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা। ওই আচজন ছাড়া ঢাকার আরও তিনজন খ্রিষ্টধর্ম গ্রহণ করেন।
জানা যায়, গতকাল সকালে ফুলবাড়ী উপজেলার ৩ নম্বর কাজিহাল ইউনিয়নের পারইল কোদবীর ক্যাথলিক চার্চের ইনচার্জ ফাদার জসিম ফিলিপ মুর্মু ওই ১১ জনকে সনাতন ধর্ম থেকে খ্রিষ্টধর্মে দীক্ষিত করে ধর্মান্তরিত করেন।
এ বিষয়ে মালতি আনারেখা কিস্কু, অনিল মার্ডী ও সঙ্গীতা হাঁসদা বলেন, ‘সনাতন রীতিনীতিতে বিয়ে হওয়ার কারণে আমাদের বিয়ের কোনো কাগজপত্র নেই। এতে মিশন স্কুলগুলোতে ছেলেমেয়েদের ভর্তি করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এ ছাড়া গ্রামের কেউ সনাতন আবার কেউ খ্রিষ্টান ধর্ম পালন করছেন। এ কারণে ছেলেমেয়েদের বিয়ে নিয়েও বিড়ম্বনায় পড়তে হয়। এসব বিড়ম্বনা থেকে মুক্ত হতেই সনাতন ধর্ম ত্যাগ করে খ্রিষ্টান ধর্ম গ্রহণ করেছি।’
ইনচার্জ ফাদার জসিম ফিলিপ মুর্মু বলেন, ‘খ্রিষ্টধর্ম গ্রহণকারীরা স্বেচ্ছায় শুভ বড়দিনে চার্চে এসে খ্রিষ্টধর্ম গ্রহণ করেছেন। আনুষ্ঠানিকভাবে তাঁদের খ্রিষ্টধর্ম গ্রহণের জন্য ধর্মীয় দীক্ষা দান করেছি।’
ওই আটজনের খ্রিষ্টধর্ম গ্রহণের সময় চার্চে স্থানীয় খ্রিষ্টধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
দিনাজপুরের ফুলবাড়ীতে বড়দিনের উৎসবে একই পরিবারের চারজনসহ মোট ১১ জন সনাতন ধর্ম থেকে খ্রিষ্টধর্ম গ্রহণ করেছেন। গতকাল শনিবার সকালে তাঁরা খ্রিষ্টধর্ম গ্রহণ করেন বলে নিশ্চিত করেছেন কোদবীর ক্যাথলিক চার্চের ইনচার্জ ফাদার জসিম ফিলিপ মুর্মু।
খ্রিষ্টধর্ম গ্রহণকারীরা হলেন—উপজেলার পারইল কোদবীর মিশনপাড়া এলাকার মৃত ইলিয়াস হেম্ব্রমের স্ত্রী মালতি আনারেখা কিস্কু (৩২) ও তাঁর ছেলে শুভ হেম্ব্রম (৯), স্যামুয়েল হেম্ব্রম (৬) ও সুব্রত হেম্ব্রম (৩) ; একই গ্রামের মৃত পাটোয়ারী মার্ডীর ছেলে অনিল মার্ডী (৫০), ইলিসন মার্ডীর দেড় বছরের মেয়ে ঈশিতা, উইনাল মার্ডীর স্ত্রী সঙ্গীতা হাঁসদা (১৯) ও তাঁর ছেলে উইলসন মার্ডী (১৪), বিশ্বনাথ টুডুর ছেলে রোহাল টুডু (১১)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা। ওই আচজন ছাড়া ঢাকার আরও তিনজন খ্রিষ্টধর্ম গ্রহণ করেন।
জানা যায়, গতকাল সকালে ফুলবাড়ী উপজেলার ৩ নম্বর কাজিহাল ইউনিয়নের পারইল কোদবীর ক্যাথলিক চার্চের ইনচার্জ ফাদার জসিম ফিলিপ মুর্মু ওই ১১ জনকে সনাতন ধর্ম থেকে খ্রিষ্টধর্মে দীক্ষিত করে ধর্মান্তরিত করেন।
এ বিষয়ে মালতি আনারেখা কিস্কু, অনিল মার্ডী ও সঙ্গীতা হাঁসদা বলেন, ‘সনাতন রীতিনীতিতে বিয়ে হওয়ার কারণে আমাদের বিয়ের কোনো কাগজপত্র নেই। এতে মিশন স্কুলগুলোতে ছেলেমেয়েদের ভর্তি করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এ ছাড়া গ্রামের কেউ সনাতন আবার কেউ খ্রিষ্টান ধর্ম পালন করছেন। এ কারণে ছেলেমেয়েদের বিয়ে নিয়েও বিড়ম্বনায় পড়তে হয়। এসব বিড়ম্বনা থেকে মুক্ত হতেই সনাতন ধর্ম ত্যাগ করে খ্রিষ্টান ধর্ম গ্রহণ করেছি।’
ইনচার্জ ফাদার জসিম ফিলিপ মুর্মু বলেন, ‘খ্রিষ্টধর্ম গ্রহণকারীরা স্বেচ্ছায় শুভ বড়দিনে চার্চে এসে খ্রিষ্টধর্ম গ্রহণ করেছেন। আনুষ্ঠানিকভাবে তাঁদের খ্রিষ্টধর্ম গ্রহণের জন্য ধর্মীয় দীক্ষা দান করেছি।’
ওই আটজনের খ্রিষ্টধর্ম গ্রহণের সময় চার্চে স্থানীয় খ্রিষ্টধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
নওগাঁ সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপে অযোগ্যদের নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সংবাদ সম্মেলন করে নিয়োগ স্থগিত ও পুনঃতদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী আবেদনকারীরা।
৪ মিনিট আগেকুমিল্লার তিতাসে নিহত নজরুল ইসলাম ভূঁইয়ার (৩৮) খণ্ডিত দুই হাত উদ্ধারের পর এবার দুই পায়ের চারটি টুকরো পাওয়া গেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে বালুয়াকান্দি পশ্চিমপাড়ায় মাইঠ্যা নদীতে ভাসমান অবস্থায় একটি বস্তা থেকে টুকরোগুলো উদ্ধার করে পুলিশ। এ নিয়ে মোট ছয়টি টুকরো উদ্ধার করা গেলেও এখনো মাথা ও মূল
৯ মিনিট আগেরাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে গাড়ি থেকে দুজনের লাশ উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত অস্বাভাবিক কিছু পায়নি পুলিশ। হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে বেজমেন্টে বাইরের কাউকে প্রবেশ করতে দেখা যায়নি। ঘটনাস্থলেও কাউকে দেখা যায়নি বলে জানিয়েছে রমনা বিভাগের উপপুলিশ কমিশন
১৮ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রামের সীমান্তবর্তী ধরলা নদীতে শঙ্খদ্বীপ (৭) নামের এক শিশুর লাশ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে লাশটি পাওয়া যায়। জানা গেছে, শিশুটি ভারতীয়। গতকাল সোমবার বেলা ১১টার দিকে জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার সাপটিবাড়ী সুস্থিরহাট বাজার এলাকা থেকে নিখোঁজ হয়েছিল সে।
১৮ মিনিট আগে