রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর ভুট্টাখেত থেকে তৈমুর ইসলাম (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের রামপুর বাজারসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত তৈমুর ইসলাম নন্দুয়ার ইউনিয়নের গোচিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ভুট্টাখেত থেকে দুর্গন্ধ ছড়ালে খেতের মালিক আমিরুল ইসলাম খোঁজাখুঁজির একপর্যায়ে একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখেন। তিনি স্থানীয়দের খবর দেন। পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে পরিচয় শনাক্ত করে।
মৃত তৈমুর ইসলাম ছেলে কামাল জানান, গত শনিবার বাসা থেকে এক আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য বের হন তাঁর বাবা। তবে তিনি আত্মীয়ের বাড়িতে যাননি। সেদিন থেকেই নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার রামপুর এলাকায় একজন বয়স্ক মানুষের পরিত্যক্ত লাশ পাওয়া গেছে শুনে এখানে গিয়ে তাঁর বাবার লাশ দেখেন। এ মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেয় বলে জানিয়েছেন কামাল হোসেন।
সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) মোহা. রেজাউল হক বলেন, মরদেহটি ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর ভুট্টাখেত থেকে তৈমুর ইসলাম (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের রামপুর বাজারসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত তৈমুর ইসলাম নন্দুয়ার ইউনিয়নের গোচিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ভুট্টাখেত থেকে দুর্গন্ধ ছড়ালে খেতের মালিক আমিরুল ইসলাম খোঁজাখুঁজির একপর্যায়ে একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখেন। তিনি স্থানীয়দের খবর দেন। পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে পরিচয় শনাক্ত করে।
মৃত তৈমুর ইসলাম ছেলে কামাল জানান, গত শনিবার বাসা থেকে এক আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য বের হন তাঁর বাবা। তবে তিনি আত্মীয়ের বাড়িতে যাননি। সেদিন থেকেই নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার রামপুর এলাকায় একজন বয়স্ক মানুষের পরিত্যক্ত লাশ পাওয়া গেছে শুনে এখানে গিয়ে তাঁর বাবার লাশ দেখেন। এ মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেয় বলে জানিয়েছেন কামাল হোসেন।
সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) মোহা. রেজাউল হক বলেন, মরদেহটি ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।
শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে বিদ্যালয়ের সভাপতি হয়েছিলেন রাজশাহীর বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম ওরফে তফি। পরে শিক্ষা বোর্ডের তদন্তে তাঁর জাল সনদের বিষয়টি ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর সভাপতির পদ বাতিল করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ...
২ মিনিট আগেআদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৯ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৯ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৫ মিনিট আগে