Ajker Patrika

ক্রেতা সেজে অভিনব কায়দায় স্বর্ণালংকার নিয়ে চম্পট

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ৫৯
ক্রেতা সেজে অভিনব কায়দায় স্বর্ণালংকার নিয়ে চম্পট

নীলফামারীর ডিমলায় অভিনব কায়দায় ক্রেতা সেজে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার দুপুরে উপজেলার বাবুরহাট বাজারের নমস্কার জুয়েলার্সে এ ঘটনা ঘটে। পরে থানায় লিখিত অভিযোগ করেন দোকানমালিক রন্জু দত্ত।

অভিযোগে জানা গেছে, সোমবার বেলা ১টায় এক ব্যক্তি বাবুরহাট বাজারে নমস্কার জুয়েলার্সে যান। তিনি দুটি সোনার বালা, এক জোড়া কানের দুল ও তিনটি আংটি পছন্দ করে ক্রয় রসিদ করেন। এ সময় তিনি একটি স্বর্ণের চেইন দেখার জন্য হাতে নেন। পরে এটিএম বুথ থেকে টাকা এনে এসব নেওয়ার কথা বলেন। এরপর ব্যবসায়ী রণ্জু ব্যস্ত হয়ে পড়লে এ সুযোগে ১০ আনা স্বর্ণের চেইন নিয়ে চলে যান। যার বাজারমূল্য ৬৩ হাজার টাকা।

ব্যবসায়ী রণ্জু বলেন, ‘ওই ব্যক্তি যে প্রতারক তা বুঝতে পারিনি। স্বর্ণালংকারগুলো পছন্দ করে ক্রয়ের জন্য রসিদ করেছেন। টাকা পরিশোধ করে নিয়ে যাওয়ার কথা। কিন্তু কৌশলে সোনার একটি চেইন কখন তুলে নিয়েছে আমরা তা বুঝতে পারিনি। পরে দোকানের সিসিটিভির ফুটেজ দেখে স্বর্ণালংকার চুরির বিষয়টি ধরা পড়ে।’

ব্যবসায়ী আরও বলেন, ওই ব্যক্তি নিজেকে তাজ নামে জলঢাকা উপজেলার কালিগঞ্জ গ্রামের বাসিন্দা বলে পরিচয় দেন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত