রংপুর প্রতিনিধি
গঙ্গাচড়ার হিন্দুপল্লিতে হামলার ঘটনায় উসকানির অভিযোগে গ্রেপ্তার সাংবাদিক হাবিবুর রহমান সেলিমকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। আজ সোমবার (৫ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে গঙ্গাচড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গঙ্গাচড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তার হওয়া হাবিবুর রহমান সেলিম রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক। গত শনিবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রংপুর সদরের হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে সেনাবাহিনী তাঁকে আটক করে। পরে তাঁকে গঙ্গাচড়া থানায় সোপর্দ করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
কোর্ট ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার সাংবাদিককে আদালতে তোলা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা গঙ্গাচড়া থানার ওসি আল এমরান ৫ দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় দুই দিনের মঞ্জুর করেন।
পুলিশ জানায়, গত ২৬ জুলাই ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে আলদাদপুর ছয়আনি বালাপাড়া এলাকার এক হিন্দু কিশোরকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনার জেরে ওই রাতেই কিশোরের এক আত্মীয়ের বাড়িতে হামলা চালানো হয়।
পরদিন সাইবার সুরক্ষা আইনে দায়ের হওয়া মামলায় কিশোরকে আদালতের মাধ্যমে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পাশের জেলার কিশোরগঞ্জ থেকে দফায় দফায় লোকজন এসে হিন্দুপল্লিতে হামলা চালায়। পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাঁধে, তাতে একজন পুলিশ সদস্য আহত হন এবং হিন্দু সম্প্রদায়ের একাধিক ঘরবাড়ি ভাঙচুর হয়।
ঘটনার পর রবীন্দ্রনাথ নামে এক ভুক্তভোগী গঙ্গাচড়া থানায় অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে পাঁচজনের দুই দিনের রিমান্ড এরই মধ্যে মঞ্জুর হয়েছে। এবার ষষ্ঠ গ্রেপ্তার হাবিবুর রহমান সেলিমকেও রিমান্ডে পেল পুলিশ।
গঙ্গাচড়ার হিন্দুপল্লিতে হামলার ঘটনায় উসকানির অভিযোগে গ্রেপ্তার সাংবাদিক হাবিবুর রহমান সেলিমকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। আজ সোমবার (৫ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে গঙ্গাচড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গঙ্গাচড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তার হওয়া হাবিবুর রহমান সেলিম রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক। গত শনিবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রংপুর সদরের হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে সেনাবাহিনী তাঁকে আটক করে। পরে তাঁকে গঙ্গাচড়া থানায় সোপর্দ করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
কোর্ট ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার সাংবাদিককে আদালতে তোলা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা গঙ্গাচড়া থানার ওসি আল এমরান ৫ দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় দুই দিনের মঞ্জুর করেন।
পুলিশ জানায়, গত ২৬ জুলাই ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে আলদাদপুর ছয়আনি বালাপাড়া এলাকার এক হিন্দু কিশোরকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনার জেরে ওই রাতেই কিশোরের এক আত্মীয়ের বাড়িতে হামলা চালানো হয়।
পরদিন সাইবার সুরক্ষা আইনে দায়ের হওয়া মামলায় কিশোরকে আদালতের মাধ্যমে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পাশের জেলার কিশোরগঞ্জ থেকে দফায় দফায় লোকজন এসে হিন্দুপল্লিতে হামলা চালায়। পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাঁধে, তাতে একজন পুলিশ সদস্য আহত হন এবং হিন্দু সম্প্রদায়ের একাধিক ঘরবাড়ি ভাঙচুর হয়।
ঘটনার পর রবীন্দ্রনাথ নামে এক ভুক্তভোগী গঙ্গাচড়া থানায় অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে পাঁচজনের দুই দিনের রিমান্ড এরই মধ্যে মঞ্জুর হয়েছে। এবার ষষ্ঠ গ্রেপ্তার হাবিবুর রহমান সেলিমকেও রিমান্ডে পেল পুলিশ।
পটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিপুলসংখ্যক নতুন ও পুরোনো পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা বইগুলো উদ্ধার করে স্কুলে জমা দিয়েছে।
১ মিনিট আগেগাইবান্ধায় এক নারীকে কৌশলে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন ও চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ধর্ষণ মামলার আসামি আব্দুল আজিজ খোকনের বিরুদ্ধে। আব্দুল আজিজ খোকন গাইবান্ধা সাঘাটা উপজেলার উত্তর উল্লা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
৫ মিনিট আগেনিখোঁজ হওয়ার পাঁচ দিনেও সন্ধান মেলেনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদের। রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকা থেকে গত রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে নিখোঁজ হন তিনি। পরদিন মামুনের স্ত্রী খাদিজা আক্তার তুরাগ থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন।
৮ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর দাবি নিয়ে আসা এক তরুণীকে (২৭) গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। পরে পরিবারের লোকজন ওই তরুণীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার উপজেলার হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের বাজাইল এলাকায়।
৩১ মিনিট আগে