প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
করোনার ভয়াবহ অবস্থার মধ্যেও ঈদের আনন্দ উপভোগ করতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিপণি-বিতানগুলোতে রয়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। আর মাত্র একদিন বাকি তাই প্রত্যেকটি দোকানে ছোটবড় সকল বয়সের মানুষের সমাগম তুলনামূলকভাবে বেশি।
সরেজমিনে দেখা গেছে, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানার কথা থাকলেও মার্কেটগুলোতে তা মানা হচ্ছে না। মার্কেটগুলোতে নারী, পুরুষ, শিশু, কিশোরসহ সকল শ্রেণি-পেশার মানুষের উপচে পড়া ভিড়। তাঁদের মধ্যে বেশির ভাগ লোকজনই পড়েননি মাস্ক। যাদের কাছে মাস্ক আছে সেগুলোও থুতনি ও হাতে ঝুলিয়ে রেখেছেন।
বিপণি-বিতানে আসা শাহাদত হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। বছরে দুইটা ঈদ আসে। ঈদকে ঘিরে ছেলেমেয়েদের শখ পূরণ করতেই মার্কেট করতে আসা। তবে এবারে জামা-কাপড়ের দাম তুলনামূলকভাবে বেশি।
এ বিষয়ে এফ অ্যান্ড এইচ ফ্যাশন ক্র্যাফটের মালিক ইমাম হাসান বলেন, সারা দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনের কারণে দোকানে নতুন জিনিসপত্র তুলতে পারি নাই। আগে যা ছিল তাই বিক্রি করতে হচ্ছে। মার্কেটে ক্রেতার সংখ্যাও কম। এমন পরিস্থিতিতে দোকান ভাড়া এবং শ্রমিকের বেতন দেওয়া খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
করোনার ভয়াবহ অবস্থার মধ্যেও ঈদের আনন্দ উপভোগ করতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিপণি-বিতানগুলোতে রয়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। আর মাত্র একদিন বাকি তাই প্রত্যেকটি দোকানে ছোটবড় সকল বয়সের মানুষের সমাগম তুলনামূলকভাবে বেশি।
সরেজমিনে দেখা গেছে, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানার কথা থাকলেও মার্কেটগুলোতে তা মানা হচ্ছে না। মার্কেটগুলোতে নারী, পুরুষ, শিশু, কিশোরসহ সকল শ্রেণি-পেশার মানুষের উপচে পড়া ভিড়। তাঁদের মধ্যে বেশির ভাগ লোকজনই পড়েননি মাস্ক। যাদের কাছে মাস্ক আছে সেগুলোও থুতনি ও হাতে ঝুলিয়ে রেখেছেন।
বিপণি-বিতানে আসা শাহাদত হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। বছরে দুইটা ঈদ আসে। ঈদকে ঘিরে ছেলেমেয়েদের শখ পূরণ করতেই মার্কেট করতে আসা। তবে এবারে জামা-কাপড়ের দাম তুলনামূলকভাবে বেশি।
এ বিষয়ে এফ অ্যান্ড এইচ ফ্যাশন ক্র্যাফটের মালিক ইমাম হাসান বলেন, সারা দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনের কারণে দোকানে নতুন জিনিসপত্র তুলতে পারি নাই। আগে যা ছিল তাই বিক্রি করতে হচ্ছে। মার্কেটে ক্রেতার সংখ্যাও কম। এমন পরিস্থিতিতে দোকান ভাড়া এবং শ্রমিকের বেতন দেওয়া খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
দখল-দূষণে অস্তিত্বসংকটে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদী। দখলদারদের কাছ থেকে নদীটি উদ্ধারের পর সংস্কার করে রাজধানীর হাতিরঝিলের আদলে নান্দনিক করার প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। নদীপাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
৫ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণের মামলা থেকে বাঁচতে জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মসনদে বয়স কমানোর অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণের নাম কাউসার হোসেন (১৯)। তিনি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার প্রয়াত মুকলেছুর রহমানের ছেলে। জালিয়াতির মাধ্যমে করা জন্মসনদে কাউসারের বয়স দেখানো হয়েছ
৫ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলা ঘিরে রেখেছে নাউতারা, কুমলাই, ধুম ও বুড়িতিস্তা নদ-নদী। তবে দখল-দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে এগুলো। তিন বছর আগে প্রাণ ফেরাতে নাউতারা ও ধুম খনন করা হলেও কাজে আসেনি। খননের পরও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। নাব্যতা হারিয়ে এগুলো শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে ধানসহ সবজির চাষ হচ্ছে।
৫ ঘণ্টা আগেগত বছরের দফায় দফায় বন্যায় মৌলভীবাজারে প্রায় ২৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বছর পেরিয়ে আবার বর্ষা মৌসুম এলেও সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সীমাহীন দুর্ভোগে রয়েছে জেলাবাসী। সড়কগুলোর কোনোটির পিচ উঠে ইট-সুরকি বেরিয়ে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।
৫ ঘণ্টা আগে