Ajker Patrika

উল্লাপাড়া বিপণি-বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 
উল্লাপাড়া বিপণি-বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়

করোনার ভয়াবহ অবস্থার মধ্যেও ঈদের আনন্দ উপভোগ করতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিপণি-বিতানগুলোতে রয়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। আর মাত্র একদিন বাকি তাই প্রত্যেকটি দোকানে ছোটবড় সকল বয়সের মানুষের সমাগম তুলনামূলকভাবে বেশি।

সরেজমিনে দেখা গেছে, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানার কথা থাকলেও মার্কেটগুলোতে তা মানা হচ্ছে না। মার্কেটগুলোতে নারী, পুরুষ, শিশু, কিশোরসহ সকল শ্রেণি-পেশার মানুষের উপচে পড়া ভিড়। তাঁদের মধ্যে বেশির ভাগ লোকজনই পড়েননি মাস্ক। যাদের কাছে মাস্ক আছে সেগুলোও থুতনি ও হাতে ঝুলিয়ে রেখেছেন।

ঈদকে ঘিরে উল্লাপাড়ায় বিপণি-বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়বিপণি-বিতানে আসা শাহাদত হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। বছরে দুইটা ঈদ আসে। ঈদকে ঘিরে ছেলেমেয়েদের শখ পূরণ করতেই মার্কেট করতে আসা। তবে এবারে জামা-কাপড়ের দাম তুলনামূলকভাবে বেশি।

এ বিষয়ে এফ অ্যান্ড এইচ ফ্যাশন ক্র্যাফটের মালিক ইমাম হাসান বলেন, সারা দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনের কারণে দোকানে নতুন জিনিসপত্র তুলতে পারি নাই। আগে যা ছিল তাই বিক্রি করতে হচ্ছে। মার্কেটে ক্রেতার সংখ্যাও কম। এমন পরিস্থিতিতে দোকান ভাড়া এবং শ্রমিকের বেতন দেওয়া খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত