নীলফামারী প্রতিনিধি
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‘মানুষের কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তার সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগ কাজ করছে। মামলার জট কমাতে বিচারক সংকট দূর এবং মামলার দীর্ঘসূত্রতা কমিয়ে আনতেও বিচার বিভাগ কাজ করে যাচ্ছে।’
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত ন্যায় কুঞ্জ উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘ন্যায়কুঞ্জ স্থাপনের ফলে আদালতে আসা বিচার প্রার্থীরা স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং বিশ্রাম নিতে পারবেন। সেখানে সুপেয় পানিসহ সব ধরনের ব্যবস্থা রয়েছে।’
ওবায়দুল হাসান বলেন, ‘বেঞ্চ ও বারের সুসম্পর্কের মধ্য দিয়ে বিচার ব্যবস্থা সমৃদ্ধ হয়।’ তিনি বিচারক এবং আইনজীবী উভয়কেই এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় নীলফামারী জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিম, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম সারোয়ার, এবিএম গোলাম রসুল, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মো. গোলাম সবুর, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা আরিফা ইয়াসমীন মুক্তা উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন–জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অক্ষয় কুমার রায়, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট কামরুজ্জামান শাসন প্রমুখ।
এর আগে ২০২৩ সালের ৩ জুন জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ নির্মাণকাজের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম। গণপূর্ত বিভাগ ৫২ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে এটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‘মানুষের কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তার সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগ কাজ করছে। মামলার জট কমাতে বিচারক সংকট দূর এবং মামলার দীর্ঘসূত্রতা কমিয়ে আনতেও বিচার বিভাগ কাজ করে যাচ্ছে।’
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত ন্যায় কুঞ্জ উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘ন্যায়কুঞ্জ স্থাপনের ফলে আদালতে আসা বিচার প্রার্থীরা স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং বিশ্রাম নিতে পারবেন। সেখানে সুপেয় পানিসহ সব ধরনের ব্যবস্থা রয়েছে।’
ওবায়দুল হাসান বলেন, ‘বেঞ্চ ও বারের সুসম্পর্কের মধ্য দিয়ে বিচার ব্যবস্থা সমৃদ্ধ হয়।’ তিনি বিচারক এবং আইনজীবী উভয়কেই এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় নীলফামারী জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিম, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম সারোয়ার, এবিএম গোলাম রসুল, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মো. গোলাম সবুর, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা আরিফা ইয়াসমীন মুক্তা উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন–জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অক্ষয় কুমার রায়, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট কামরুজ্জামান শাসন প্রমুখ।
এর আগে ২০২৩ সালের ৩ জুন জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ নির্মাণকাজের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম। গণপূর্ত বিভাগ ৫২ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে এটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়।
লালমনিরহাটের পাটগ্রামের সীমান্তবর্তী ধরলা নদীতে শঙ্খদ্বীপ (৭) নামের এক শিশুর লাশ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে লাশটি পাওয়া যায়। জানা গেছে, শিশুটি ভারতীয়। গতকাল সোমবার বেলা ১১টার দিকে জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার সাপটিবাড়ী সুস্থিরহাট বাজার এলাকা থেকে নিখোঁজ হয়েছিল সে।
১ মিনিট আগেদুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
১১ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
১১ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
১৪ মিনিট আগে