দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে বাস ও ইজিবাইকের সংঘর্ষে আদিবাসী দম্পতিসহ বেসরকারি হাসপাতালের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় ইজিবাইকের চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে দিনাজপুর বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দম্পতি হলেন-পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সালান্দর আদিবাসী পাড়ার মঙ্গল মুর্মু (৬০) ও তার স্ত্রী মালতি মার্ডি (৫০)।
স্থানীয়রা জানায়, আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের মির্জাপুর বাস টার্মিনালের মৈত্রী ফিলিং স্টেশনের সামনে ফুলবাড়ী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কা লাগে। এ সময় ইজিবাইকচালক ও তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুজন (স্বামী-স্ত্রী) মারা যান। চলকসহ বাকি আহত দুজনকে হাসপাতালে ভর্তি কর হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত ইজিবাইক ও যাত্রীবাহী বাস আটক করা হয়েছে। বাসের চালক ও হেলপাররা পালিয়ে গেছে।
এ ছাড়া জেলার চিরিরবন্দর উপজেলার কাউগাঁও রেল লাইন পারাপারের ফুটওভার ব্রিজ থেকে নিচে পড়ে আব্দুল্লাহিল বারি (৪০) নামে ইসলামী ব্যাংক হাসপাতালের এক মার্কেটিং কর্মকর্তা নিহত হয়েছেন।
দিনাজপুর ইসলামী ব্যাংক হাসপাতালের ব্যবস্থাপক মাজহারুল ইসলাম জানান, ‘নিহত আব্দুল্লাহিল বারি সহকর্মীর বাসা থেকে কাউগাঁও রেল লাইন পারাপারের ফুটওভার ব্রিজে মোটরসাইকেল চালিয়ে পার হতে গেলে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। তার বাড়ি ৭ নম্বর উপশহর এলাকায়। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
এ বিষয়ে দিনাজপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ মৃধার সঙ্গে যোগাযোগ করা হলে সে কিছু জানেন না বলে জানান। তিনি বিষয়টি সম্পর্কে খবর নেবেন বলে জানান।
দিনাজপুরে বাস ও ইজিবাইকের সংঘর্ষে আদিবাসী দম্পতিসহ বেসরকারি হাসপাতালের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় ইজিবাইকের চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে দিনাজপুর বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দম্পতি হলেন-পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সালান্দর আদিবাসী পাড়ার মঙ্গল মুর্মু (৬০) ও তার স্ত্রী মালতি মার্ডি (৫০)।
স্থানীয়রা জানায়, আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের মির্জাপুর বাস টার্মিনালের মৈত্রী ফিলিং স্টেশনের সামনে ফুলবাড়ী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কা লাগে। এ সময় ইজিবাইকচালক ও তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুজন (স্বামী-স্ত্রী) মারা যান। চলকসহ বাকি আহত দুজনকে হাসপাতালে ভর্তি কর হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত ইজিবাইক ও যাত্রীবাহী বাস আটক করা হয়েছে। বাসের চালক ও হেলপাররা পালিয়ে গেছে।
এ ছাড়া জেলার চিরিরবন্দর উপজেলার কাউগাঁও রেল লাইন পারাপারের ফুটওভার ব্রিজ থেকে নিচে পড়ে আব্দুল্লাহিল বারি (৪০) নামে ইসলামী ব্যাংক হাসপাতালের এক মার্কেটিং কর্মকর্তা নিহত হয়েছেন।
দিনাজপুর ইসলামী ব্যাংক হাসপাতালের ব্যবস্থাপক মাজহারুল ইসলাম জানান, ‘নিহত আব্দুল্লাহিল বারি সহকর্মীর বাসা থেকে কাউগাঁও রেল লাইন পারাপারের ফুটওভার ব্রিজে মোটরসাইকেল চালিয়ে পার হতে গেলে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। তার বাড়ি ৭ নম্বর উপশহর এলাকায়। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
এ বিষয়ে দিনাজপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ মৃধার সঙ্গে যোগাযোগ করা হলে সে কিছু জানেন না বলে জানান। তিনি বিষয়টি সম্পর্কে খবর নেবেন বলে জানান।
মুন্সিগঞ্জের শ্রীনগরে পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং ও সার্ভার শাখায় তালা ঝুলিয়েছেন আন্দোলনকারী কর্মচারীরা। এ সময় প্রায় আধা ঘণ্টা ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খন্দকার মাহমুদুল হাসানকে অবরুদ্ধ করে রাখা হয়। আজ বুধবার সকালে জেলার শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকার পল্লী বিদ্যুৎ অফিসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে
৬ মিনিট আগেকোচিং সেন্টারে ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মোস্তাফিজুর রহমান নামের এক শিক্ষককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাছুদ পারভেজ এ রায় ঘোষণা করেন।
১৫ মিনিট আগেবছর তিনেক আগে মাছ ধরার সময় প্রায় ১২ থেকে ১৪ কেজির ওজনের একটি রুই মাছ তাঁর কান বরাবর আঘাত করে। এরপর পুকুরে পানিতেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে অন্য জেলেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন। প্রচণ্ড আঘাতে কবিরুল এখন কানে কম শোনেন। এর পর থেকে কবিরুল ক্রিকেট হেলমেট ছাড়া পুকুরে নামেন না।
২২ মিনিট আগেবরিশাল জিলা স্কুলের নতুন প্রধান শিক্ষক হলেন মুহাম্মদ নুরুল ইসলাম। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সরকারি মাধ্যমিক শাখার সহকারী পরিচালক (মাধ্যমিক-১) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
৩৭ মিনিট আগে