কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটের বীর মুক্তিযোদ্ধা মো. আব্বাস আলী (৮০) নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর ছেলে দেলওয়ার হোসেন। চিকিৎসাজনিত কারণে রংপুরে ছেলের বাসায় বেড়াতে গিয়ে ১০ জুন তিনি নিখোঁজ হন।
নিখোঁজ হওয়ার বিষয়টি রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার।
জিডি থেকে জানা গেছে, রাজারহাট উপজেলার পুটিকাটা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসার জন্য তাঁকে রংপুরের কোতোয়ালি থানার রতিরামপুর আদর্শপাড়ায় ছেলের বাসায় নিয়ে যাওয়া হয়। গত ১০ জুন বিকেল ৩টার দিকে ছেলের ভাড়া বাসা থেকে পার্শ্ববর্তী রতিরামপুর বাজারের উদ্দেশ্যে রওনা হন আব্বাস আলী। পরে তিনি আর বাসায় ফেরেননি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর তাঁর সন্ধান মেলেনি। পরে ১১ জুন তাঁর সন্ধান চেয়ে রংপুর কোতোয়ালি থানায় জিডি করা হয়। ডায়েরিতে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আব্বাস আলী বেশ কিছুদিন থেকে মানসিক অসুস্থতায় ভুগছেন।
মুক্তিযোদ্ধা আব্বাস আলীর বড় ছেলে ও পুলিশ সদস্য দেলওয়ার হোসেন বলেন, ‘বাবার উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে এসেছিলাম। ১০ জুন হঠাৎ বাসা থেকে বেরিয়ে যান। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য স্থানে খুঁজেও তাঁকে না পাওয়ায় কোতোয়ালি থানায় জিডি করেছি। তাঁর সন্ধান পেলে কাছের থানা অথবা মোবাইল ফোনের নম্বর ০১৭৬৪৩৪২৬১১-এ যোগাযোগের অনুরোধ জানাই।’
ওসি সুশান্ত কুমার সরকার বলেন, ‘নিখোঁজ মুক্তিযোদ্ধা আব্বাস আলীর সন্ধান পেতে আমরা ইতিমধ্যে জেলার সব থানায় ছবিসহ বার্তা পাঠিয়েছি। আশা করি খুব শিগগিরই তাঁর সন্ধান পাওয়া যাবে।’
কুড়িগ্রামের রাজারহাটের বীর মুক্তিযোদ্ধা মো. আব্বাস আলী (৮০) নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর ছেলে দেলওয়ার হোসেন। চিকিৎসাজনিত কারণে রংপুরে ছেলের বাসায় বেড়াতে গিয়ে ১০ জুন তিনি নিখোঁজ হন।
নিখোঁজ হওয়ার বিষয়টি রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার।
জিডি থেকে জানা গেছে, রাজারহাট উপজেলার পুটিকাটা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসার জন্য তাঁকে রংপুরের কোতোয়ালি থানার রতিরামপুর আদর্শপাড়ায় ছেলের বাসায় নিয়ে যাওয়া হয়। গত ১০ জুন বিকেল ৩টার দিকে ছেলের ভাড়া বাসা থেকে পার্শ্ববর্তী রতিরামপুর বাজারের উদ্দেশ্যে রওনা হন আব্বাস আলী। পরে তিনি আর বাসায় ফেরেননি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর তাঁর সন্ধান মেলেনি। পরে ১১ জুন তাঁর সন্ধান চেয়ে রংপুর কোতোয়ালি থানায় জিডি করা হয়। ডায়েরিতে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আব্বাস আলী বেশ কিছুদিন থেকে মানসিক অসুস্থতায় ভুগছেন।
মুক্তিযোদ্ধা আব্বাস আলীর বড় ছেলে ও পুলিশ সদস্য দেলওয়ার হোসেন বলেন, ‘বাবার উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে এসেছিলাম। ১০ জুন হঠাৎ বাসা থেকে বেরিয়ে যান। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য স্থানে খুঁজেও তাঁকে না পাওয়ায় কোতোয়ালি থানায় জিডি করেছি। তাঁর সন্ধান পেলে কাছের থানা অথবা মোবাইল ফোনের নম্বর ০১৭৬৪৩৪২৬১১-এ যোগাযোগের অনুরোধ জানাই।’
ওসি সুশান্ত কুমার সরকার বলেন, ‘নিখোঁজ মুক্তিযোদ্ধা আব্বাস আলীর সন্ধান পেতে আমরা ইতিমধ্যে জেলার সব থানায় ছবিসহ বার্তা পাঠিয়েছি। আশা করি খুব শিগগিরই তাঁর সন্ধান পাওয়া যাবে।’
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
৬ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
৪৩ মিনিট আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
১ ঘণ্টা আগে