দিনাজপুর প্রতিনিধি
রংপুরে বিভাগীয় সমাবেশ সফল করতে দিনাজপুর থেকে বিএনপির নেতা-কর্মীরা রওনা দিয়েছেন। দিনাজপুর পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুলের নেতৃত্বে আজ শনিবার সকালে তাঁরা রওনা দেন।
দিনাজপুর বিএনপির কার্যালয় থেকে সহস্রাধিক নেতা-কর্মী নিয়ে মোটরসাইকেল, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন তাঁরা। রংপুর পরিবহন মালিক সমিতির ডাকা দুই দিনের ধর্মঘটের কারণে রংপুরে কোনো বাস-ট্রাক ঢুকতে পারেনি। ফলে বিকল্প ব্যবস্থা নিয়েছেন বলে জানান বহরে অংশ নেওয়া নেতারা।
দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল জানান, সমাবেশ সফল করতে দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ড থেকে সহস্রাধিক নেতা-কর্মী স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে যোগ দিচ্ছেন। সমাবেশে যোগ দিতে পেরে নেতা-কর্মীরা উজ্জীবিত।
দিনাজপুর পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া বলেন, ‘আমরা কোনো বাধা-বিপত্তি মানব না। আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারকে হটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।’
এদিকে মহাসমাবেশে যোগ দিতে ভোর থেকেই উত্তরের বিভিন্ন জেলা ও উপজেলা বিএনপির নেতা-কর্মীরা দিনাজপুর দশমাইল-সৈয়দপুর মহাসড়ক ও ফুলবাড়ি-পার্বতীপুর হয়ে মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন স্থানীয় যানবাহনে চড়ে রংপুরের দিকে ছুটছেন।
শুক্রবার সকাল ৬টা থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। রংপুর-কুড়িগ্রাম সড়কে ‘প্রশাসনিক হয়রানি’ বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন সংগঠন। ধর্মঘট চলবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত। পরিবহন ধর্মঘটের কারণে রংপুর বিভাগের ৮ জেলার সাধারণ যাত্রীরাও চরম দুর্ভোগে পড়েছেন।
রংপুরে বিভাগীয় সমাবেশ সফল করতে দিনাজপুর থেকে বিএনপির নেতা-কর্মীরা রওনা দিয়েছেন। দিনাজপুর পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুলের নেতৃত্বে আজ শনিবার সকালে তাঁরা রওনা দেন।
দিনাজপুর বিএনপির কার্যালয় থেকে সহস্রাধিক নেতা-কর্মী নিয়ে মোটরসাইকেল, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন তাঁরা। রংপুর পরিবহন মালিক সমিতির ডাকা দুই দিনের ধর্মঘটের কারণে রংপুরে কোনো বাস-ট্রাক ঢুকতে পারেনি। ফলে বিকল্প ব্যবস্থা নিয়েছেন বলে জানান বহরে অংশ নেওয়া নেতারা।
দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল জানান, সমাবেশ সফল করতে দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ড থেকে সহস্রাধিক নেতা-কর্মী স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে যোগ দিচ্ছেন। সমাবেশে যোগ দিতে পেরে নেতা-কর্মীরা উজ্জীবিত।
দিনাজপুর পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া বলেন, ‘আমরা কোনো বাধা-বিপত্তি মানব না। আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারকে হটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।’
এদিকে মহাসমাবেশে যোগ দিতে ভোর থেকেই উত্তরের বিভিন্ন জেলা ও উপজেলা বিএনপির নেতা-কর্মীরা দিনাজপুর দশমাইল-সৈয়দপুর মহাসড়ক ও ফুলবাড়ি-পার্বতীপুর হয়ে মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন স্থানীয় যানবাহনে চড়ে রংপুরের দিকে ছুটছেন।
শুক্রবার সকাল ৬টা থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। রংপুর-কুড়িগ্রাম সড়কে ‘প্রশাসনিক হয়রানি’ বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন সংগঠন। ধর্মঘট চলবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত। পরিবহন ধর্মঘটের কারণে রংপুর বিভাগের ৮ জেলার সাধারণ যাত্রীরাও চরম দুর্ভোগে পড়েছেন।
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগে স্বাস্থ্য খাতের সংস্কার দাবির আন্দোলনের সংগঠক মহিউদ্দির রনি, কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
২ মিনিট আগেখাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগে