গাইবান্ধা প্রতিনিধি
ব্যবসা করতে গিয়ে ঋণে জর্জরিত হয়ে এক যুবক (২৩) নিজের কিডনি বিক্রি করতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। আজ মঙ্গলবার ওই যুবক নিজের ফেসবুক আইডি থেকে কিডনি বিক্রি করতে যোগাযোগের জন্য মোবাইল নম্বরসহ স্ট্যাটাস দেন।
ওই যুবক গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের উত্তর ফলিয়া গ্রামের বাসিন্দা।
ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নম্বরে ফোন দিলে ওই যুবকের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এই প্রতিবেদকের সঙ্গে।
কিডনি বিক্রির পোস্ট বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ২০২১ সালে গাইবান্ধা পৌর শহরের পুরাতন বাজার এলাকায় আত্মীয়স্বজন ও এনজিওর কাছ থেকে ২ লাখ টাকা ঋণ নিয়ে মোবাইল ব্যাংকিং, মোবাইল রিচার্জ ও মুদি ব্যবসা শুরু করেন। ব্যবসা শুরু করার পর থেকে পারিবারিক বিভিন্ন সমস্যায় পড়ে মূলধন খুইয়ে তিনি দোকান বন্ধ করেন।
বর্তমানে তাঁর ঋণ দাঁড়িয়েছে ২ লাখ ৮০ হাজার টাকা। ঋণ পরিশোধ করতেই নিজের কিডনি বা শরীরের কোনো অঙ্গ বিক্রি করা নিষিদ্ধ ও বেআইনি জেনেও নিরুপায় হয়ে তিনি কিডনি বিক্রির পোস্ট দিয়েছেন।
তিনি জানান, ‘ঋণ পরিশোধের আর কোনো উপায় নেই। তাই বাধ্য হয়ে ফেসবুকে কিডনি বিক্রির পোস্ট করেছি।’
তিনি আরও বলেন, ‘একদিকে ঋণের চাপ, অন্যদিকে স্ত্রী ও দেড় মাস বয়সী কন্যাসন্তান আছে। বর্তমানে বাজারে জিনিসপত্রের দাম অনেক বেশি। এ ছাড়া শিশুসন্তানটির ভরণপোষণ জোগাতে হিমশিম খাচ্ছি।’
এ বিষয়ে বোয়ালী ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাহাবুর রহমান বাবু বলেন, ‘আমরা খোঁজ নিচ্ছি। সত্যিই যদি তিনি ঋণগ্রস্ত হয়ে থাকেন, আমরা পরিষদ থেকে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করব।’
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, ‘কিডনি বিক্রির বিষয়ে কোনো স্ট্যাটাস চোখে পড়েনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’
জানতে চাইলে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ আল হাসান মোবাইল ফোনে বলেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ব্যক্তি আর্থিক সহযোগিতা চেয়ে উপজেলা প্রশাসন বরাবর আবেদন করলে তাঁর বিষয়টি বিবেচনা করা হতে পারে।
ব্যবসা করতে গিয়ে ঋণে জর্জরিত হয়ে এক যুবক (২৩) নিজের কিডনি বিক্রি করতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। আজ মঙ্গলবার ওই যুবক নিজের ফেসবুক আইডি থেকে কিডনি বিক্রি করতে যোগাযোগের জন্য মোবাইল নম্বরসহ স্ট্যাটাস দেন।
ওই যুবক গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের উত্তর ফলিয়া গ্রামের বাসিন্দা।
ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নম্বরে ফোন দিলে ওই যুবকের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এই প্রতিবেদকের সঙ্গে।
কিডনি বিক্রির পোস্ট বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ২০২১ সালে গাইবান্ধা পৌর শহরের পুরাতন বাজার এলাকায় আত্মীয়স্বজন ও এনজিওর কাছ থেকে ২ লাখ টাকা ঋণ নিয়ে মোবাইল ব্যাংকিং, মোবাইল রিচার্জ ও মুদি ব্যবসা শুরু করেন। ব্যবসা শুরু করার পর থেকে পারিবারিক বিভিন্ন সমস্যায় পড়ে মূলধন খুইয়ে তিনি দোকান বন্ধ করেন।
বর্তমানে তাঁর ঋণ দাঁড়িয়েছে ২ লাখ ৮০ হাজার টাকা। ঋণ পরিশোধ করতেই নিজের কিডনি বা শরীরের কোনো অঙ্গ বিক্রি করা নিষিদ্ধ ও বেআইনি জেনেও নিরুপায় হয়ে তিনি কিডনি বিক্রির পোস্ট দিয়েছেন।
তিনি জানান, ‘ঋণ পরিশোধের আর কোনো উপায় নেই। তাই বাধ্য হয়ে ফেসবুকে কিডনি বিক্রির পোস্ট করেছি।’
তিনি আরও বলেন, ‘একদিকে ঋণের চাপ, অন্যদিকে স্ত্রী ও দেড় মাস বয়সী কন্যাসন্তান আছে। বর্তমানে বাজারে জিনিসপত্রের দাম অনেক বেশি। এ ছাড়া শিশুসন্তানটির ভরণপোষণ জোগাতে হিমশিম খাচ্ছি।’
এ বিষয়ে বোয়ালী ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাহাবুর রহমান বাবু বলেন, ‘আমরা খোঁজ নিচ্ছি। সত্যিই যদি তিনি ঋণগ্রস্ত হয়ে থাকেন, আমরা পরিষদ থেকে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করব।’
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, ‘কিডনি বিক্রির বিষয়ে কোনো স্ট্যাটাস চোখে পড়েনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’
জানতে চাইলে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ আল হাসান মোবাইল ফোনে বলেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ব্যক্তি আর্থিক সহযোগিতা চেয়ে উপজেলা প্রশাসন বরাবর আবেদন করলে তাঁর বিষয়টি বিবেচনা করা হতে পারে।
বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা পদ হারানোয় জুনিয়র নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বরিশাল প্রেসক্লাবে পৃথকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। দলের কেন্দ্রীয়...
৩ মিনিট আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
৮ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
১ ঘণ্টা আগে