Ajker Patrika

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর

গাইবান্ধার সুন্দরগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামের হান্নানের মোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—রংপুর জেলার সাতমাথা এলাকার মো. সাজিদ মিয়া (১৮) ও জুয়েল রানা (১৮)। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই বন্ধু বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে উপজেলার ছাপরহাটি ইউনিয়নের ধাপাচিলা এলাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে রাস্তার পাশে থাকা ইউক্লিপ্টাস গাছের সঙ্গে ধাক্কা খায়। তাতে দুমড়েমুচড়ে যায় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান একজন। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরেকজনের। খবর পেয়ে থানা-পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। 

সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ মামুন হক বলেন, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই একজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে বিস্তারিত জানা যাবে। 

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন এলেই হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত