খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নের ইউজিপি প্রকল্পের আওতায় ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির কাজ শেষ হয়েছে গত দুই সপ্তাহ আগে। কিন্তু উপজেলার ছয় ইউনিয়নে ২ হাজার ৪০২ শ্রমিক ৪০ দিনের মজুরির টাকা এখনো পাননি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ১১ নভেম্বর ২০২৩ থেকে ৮ জানুয়ারি ২০২৪ উপজেলার ৬ ইউনিয়নে ৫৪টি প্রকল্প অনুযায়ী গ্রামীণ অবকাঠামো সংস্কারের উদ্যোগ নেয় সরকার। এই কাজের জন্য ২ হাজার ৩৪৮ জন শ্রমিক দৈনিক ৪০০ টাকা করে মজুরি পাবেন। প্রত্যেক ওয়ার্ডে একজন করে মোট ৫৪ জন সর্দার দৈনিক ৪৫০ টাকা করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাজিরা ভাতার টাকা পাবে।
আংগারপাড়া ইউনিয়নের অলেকান্ত রায় নামে এক শ্রমিক বলেন, ‘আমরা গরিব মানুষ, দিন মিলাই দিন খাই। কিন্তু কাজ করে যদি মজুরি না পাই তাহলে কি হইলো? টাকাগুলো হইলে হামার এনা উপকার হয় শীতে কাজ নাই।’
বিনোদ নামের একজন শ্রমিক বলেন, ‘দিনের আয় দিয়ে আমাদের সংসার চলে। কাজ শেষ করেছি অনেক দিন হলো। কিন্তু এখনো টাকা পাইনি। মজুরির টাকা না পেয়ে সংসার নিয়ে কষ্ট করে চলছি।’
কর্মসৃজন প্রকল্পের ভেড়ভেড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শ্রমিকদের সর্দার শাহিনুর ইসলাম বলেন, ‘শ্রমিকেরা প্রায়ই ফোন করে জানতে চায় কোনো দিন টাকা দেবে। তাদের চাপে ফোনেই ধরি না। কিন্তু কিছু করতে পারছি না। মেম্বার-চেয়ারম্যানও বলতে পারেন না কবে টাকা দেবে।’
এই প্রকল্পের শ্রমিকদের আরেক সর্দার মো. আছির উদ্দিন বলেন, ‘হাট-বাজার গেলে অনেকেই বলে যে কদ্দিন টাকা দেবে? আমি বলি তোমারও যা গতি হামারো তা, দিলে আপনে পাইবেন।’
ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. রশিদুল ইসলাম শাহ বলেন, ‘শ্রমিকেরা মজুরি না পেয়ে প্রায়ই আমাদের কাছে আসে কিন্তু নির্ধারিত তারিখ বলতে পারি না। এতে শ্রমিকেরা চিন্তিত হয়েছে। দ্রুত সময়ে তাঁরা টাকা পেলে ভালো হয়।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী ও ইজিপিপি প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুশীতল গোবিন্দ চন্দ্র দেব বলেন, ‘শ্রমিকদের বিল দেওয়ার প্রয়োজনীয় কাগজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আশা করি শিগগিরই তারা বিল পেয়ে যাবেন।’
কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকদের মজুরি দ্রুত পাওয়ার বিষয়ে কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করি শিগগিরই শ্রমিকেরা তাঁদের নির্ধারিত মজুরি পাবেন।’
দিনাজপুরের খানসামায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নের ইউজিপি প্রকল্পের আওতায় ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির কাজ শেষ হয়েছে গত দুই সপ্তাহ আগে। কিন্তু উপজেলার ছয় ইউনিয়নে ২ হাজার ৪০২ শ্রমিক ৪০ দিনের মজুরির টাকা এখনো পাননি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ১১ নভেম্বর ২০২৩ থেকে ৮ জানুয়ারি ২০২৪ উপজেলার ৬ ইউনিয়নে ৫৪টি প্রকল্প অনুযায়ী গ্রামীণ অবকাঠামো সংস্কারের উদ্যোগ নেয় সরকার। এই কাজের জন্য ২ হাজার ৩৪৮ জন শ্রমিক দৈনিক ৪০০ টাকা করে মজুরি পাবেন। প্রত্যেক ওয়ার্ডে একজন করে মোট ৫৪ জন সর্দার দৈনিক ৪৫০ টাকা করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাজিরা ভাতার টাকা পাবে।
আংগারপাড়া ইউনিয়নের অলেকান্ত রায় নামে এক শ্রমিক বলেন, ‘আমরা গরিব মানুষ, দিন মিলাই দিন খাই। কিন্তু কাজ করে যদি মজুরি না পাই তাহলে কি হইলো? টাকাগুলো হইলে হামার এনা উপকার হয় শীতে কাজ নাই।’
বিনোদ নামের একজন শ্রমিক বলেন, ‘দিনের আয় দিয়ে আমাদের সংসার চলে। কাজ শেষ করেছি অনেক দিন হলো। কিন্তু এখনো টাকা পাইনি। মজুরির টাকা না পেয়ে সংসার নিয়ে কষ্ট করে চলছি।’
কর্মসৃজন প্রকল্পের ভেড়ভেড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শ্রমিকদের সর্দার শাহিনুর ইসলাম বলেন, ‘শ্রমিকেরা প্রায়ই ফোন করে জানতে চায় কোনো দিন টাকা দেবে। তাদের চাপে ফোনেই ধরি না। কিন্তু কিছু করতে পারছি না। মেম্বার-চেয়ারম্যানও বলতে পারেন না কবে টাকা দেবে।’
এই প্রকল্পের শ্রমিকদের আরেক সর্দার মো. আছির উদ্দিন বলেন, ‘হাট-বাজার গেলে অনেকেই বলে যে কদ্দিন টাকা দেবে? আমি বলি তোমারও যা গতি হামারো তা, দিলে আপনে পাইবেন।’
ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. রশিদুল ইসলাম শাহ বলেন, ‘শ্রমিকেরা মজুরি না পেয়ে প্রায়ই আমাদের কাছে আসে কিন্তু নির্ধারিত তারিখ বলতে পারি না। এতে শ্রমিকেরা চিন্তিত হয়েছে। দ্রুত সময়ে তাঁরা টাকা পেলে ভালো হয়।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী ও ইজিপিপি প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুশীতল গোবিন্দ চন্দ্র দেব বলেন, ‘শ্রমিকদের বিল দেওয়ার প্রয়োজনীয় কাগজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আশা করি শিগগিরই তারা বিল পেয়ে যাবেন।’
কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকদের মজুরি দ্রুত পাওয়ার বিষয়ে কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করি শিগগিরই শ্রমিকেরা তাঁদের নির্ধারিত মজুরি পাবেন।’
মুফিজুল হক সিকদার দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার (৮ আগস্ট) আসরের নামাজের পর রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহনগর গ্রামের ফতেহ মোহাম্মদ সিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
৫ মিনিট আগেসুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির আলম (৩৫) সিলেটের বিশ্বনাথের...
১ ঘণ্টা আগেমাদারীপুর সদর, রাজৈর, কালকিনি, শিবচর ও ডাসার উপজেলায় কাগজে-কলমে ১৭টি নদনদী থাকলেও বর্তমানে দৃশ্যমান ১০টি। এর মধ্যে পদ্মা, পালরদী, আড়িয়াল খাঁ, ময়নাকাটা, বিষারকান্দি ও কুমার নদ উল্লেখযোগ্য। এসব নদনদী ঘিরে জেলার ৫ উপজেলায় ৩৪টি স্লুইস গেট নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ২৯টি পুরোপুরি অকেজো, আর বাকি ৫টিও
১ ঘণ্টা আগেস্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছু পর রুবেল তার প্রতিষ্ঠান ‘এফ রহমান ট্রেডিং’-এর ভেতরে কাজ করছিলেন। এসময় একদল দুর্বৃত্ত দোকানে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। চিৎকার শুনে পাশের দোকানদার ও সিএনজি চালকরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
১ ঘণ্টা আগে