Ajker Patrika

নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেয়ালে পোস্টার লাগাল বেরোবি ছাত্রলীগ

বেরোবি প্রতিনিধি
নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেয়ালে পোস্টার লাগাল বেরোবি ছাত্রলীগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক নম্বর ফটকে পোস্টার লাগানো নিষেধ। দেয়ালের সৌন্দর্যহানি এড়াতে কেউ যাতে পোস্টার না লাগায়, সেই সতর্কতা জানিয়ে সেখানে নোটিশও দেওয়া রয়েছে। তবে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেয়ালে পোস্টার লাগিয়েছে বেরোবি ছাত্রলীগ।

জানা গেছে, ফটকে রং করার পর গত দুই-তিন মাসে সেখানে কোনো পোস্টার লাগায়নি কেউ। কারণ, সেখানে লেখা রয়েছে, ‘দেয়ালে পোস্টার লাগানো নিষেধ, আদেশক্রমে কর্তৃপক্ষ’। তবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কয়েক দিন আগে ছাত্রলীগের কেন্দ্রীয় পোস্টার ১ নম্বর গেটজুড়ে সাঁটিয়ে দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পমেল বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘পোস্টার লাগানোর সময় খেয়াল করা হয়নি। বিষয়টা দেখছি। আইন সবার জন্যই সমান।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম বলেন, ‘ছবিগুলো ফেসবুকে দেখেছি। বিষয়টা আমি দেখছি।’

উল্লেখ্য, দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন-২০১২ অনুযায়ী, নির্ধারিত ব্যক্তি বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো স্থানে দেয়াল লিখন বা পোস্টার লাগানো নিষিদ্ধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত