Ajker Patrika

রংপুরে বিএনপির সমাবেশস্থলে মোবাইল চুরির অভিযোগ যুবককে মারধর

শিপুল ইসলাম, রংপুর
আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৪: ৩৬
রংপুরে বিএনপির সমাবেশস্থলে মোবাইল চুরির অভিযোগ যুবককে মারধর

রংপুরে বিএনপির সমাবেশস্থলে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে আহত করেছেন উপস্থিত একদল নেতা-কর্মী। আহত যুবককে বিএনপির বিভাগীয় সমাবেশের মাঠের পাশের রংপুর ডায়াবেটিস সমিতির মাঠে আটকে রাখা হয়েছে। ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি অচেতন রয়েছেন।

যুবককে আটক করা নেতা-কর্মীরা বলেন, ‘কুড়িগ্রামের নাগেশ্বর উপজেলা থেকে আসা বেলাল হোসেনসহ বেশ কয়েকজনের মোবাইল চুরি হয়েছে। মোবাইল চুরি সময় এই যুবককে হাতেনাতে আটক করলে তিনি অচেতন হয়ে যান। তাঁকে সমাবেশের মাঠ থেকে বের করে নিয়ে এসেছি। এখনো নাম-পরিচয় জানতে পারিনি।’

বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এই যুবকই আমাদের আশপাশে ঘোরাঘুরি করেছে। আধা ঘণ্টা ধরে পকেটে থাকা মোবাইল খুঁজে পাচ্ছিলাম না। তবে এই যুবকই নিয়েছেন।’ এদিকে মোবাইল চুরি হওয়ায় লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সতর্কতার অংশ হিসেবে মাঠের সবাই নিজ নিজ মোবাইল হাতে রাখছেন।

দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ বাদশা বলেন, ‘শুনেছি একটি চোর চক্র মাঠে সক্রিয় রয়েছে। আমার জেলা থেকে আসা নেতা-কর্মী, সমর্থকদের সাবধানতা অবলম্বন করতে বলেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত