ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পের মালামাল পরিবহনের জন্য পাবনার ঈশ্বরদী থেকে পাকশী পর্যন্ত ২৬ দশমিক ৫২ কিলোমিটার নতুন রেলপথ ও ‘রুপপুর’ নামে একটি নতুন রেলস্টেশন উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল এই রেলপথ ও স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এদিকে উদ্বোধন উপলক্ষে নতুন রেলস্টেশন ও মালবাহী ট্রেনটি নানারূপে সাজানো হয়।
উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীর পাকশী প্রান্তে নতুন স্টেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম পাকন, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আসাদুল হক, পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সুফি নুর মোহাম্মদ প্রমুখ।
এর আগে বাংলাদেশ রেলওয়ের তিন প্রকল্পের আওতায় নবনির্মিত ৬৯ দশমিক ২০ কিলোমিটার রেলপথ ও স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। জয়দেবপুর প্রান্ত থেকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ন কবীর স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন ভারতীয় হাইকমিশনার ড. বিনয় জর্জ।
রেল সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রকল্প তিনটির মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য সিগন্যালিংসহ রেললাইন সংস্কার ও নির্মাণ প্রকল্পের ঈশ্বরদী-রূপপুর পর্যন্ত ২৬ দশমিক ৫২ কিলোমিটার রেলপথ ও রুপপুর নামকরণে একটি স্টেশন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩৩৬ কোটি টাকা। ২০১৮ সালের ১ এপ্রিল থেকে এ প্রকল্পের কাজ শুরু হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পের মালামাল পরিবহনের জন্য পাবনার ঈশ্বরদী থেকে পাকশী পর্যন্ত ২৬ দশমিক ৫২ কিলোমিটার নতুন রেলপথ ও ‘রুপপুর’ নামে একটি নতুন রেলস্টেশন উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল এই রেলপথ ও স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এদিকে উদ্বোধন উপলক্ষে নতুন রেলস্টেশন ও মালবাহী ট্রেনটি নানারূপে সাজানো হয়।
উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীর পাকশী প্রান্তে নতুন স্টেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম পাকন, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আসাদুল হক, পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সুফি নুর মোহাম্মদ প্রমুখ।
এর আগে বাংলাদেশ রেলওয়ের তিন প্রকল্পের আওতায় নবনির্মিত ৬৯ দশমিক ২০ কিলোমিটার রেলপথ ও স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। জয়দেবপুর প্রান্ত থেকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ন কবীর স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন ভারতীয় হাইকমিশনার ড. বিনয় জর্জ।
রেল সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রকল্প তিনটির মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য সিগন্যালিংসহ রেললাইন সংস্কার ও নির্মাণ প্রকল্পের ঈশ্বরদী-রূপপুর পর্যন্ত ২৬ দশমিক ৫২ কিলোমিটার রেলপথ ও রুপপুর নামকরণে একটি স্টেশন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩৩৬ কোটি টাকা। ২০১৮ সালের ১ এপ্রিল থেকে এ প্রকল্পের কাজ শুরু হয়।
চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
৩ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
৪ মিনিট আগেযশোরের অভয়নগরে বিলের মধ্যে সড়কের পাশে অটো ভ্যানের এক চালকের লাশ পাওয়া গেছে। পুলিশের ধারণা, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে নির্জন জায়গায় নিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত চালকের নাম লিমন শেখ (২৫)। তিনি নওয়াপাড়া পৌর শহরের বুইকরা এলাকার কাসেম শেখের ছেলে।
৮ মিনিট আগেগত শনিবার (৯ আগস্ট) বিকেলে দিনেশ বেসরার খালাতো ভাইয়ের মেয়ের বিবাহের অনুষ্ঠানে মা-বাবার সঙ্গে পূর্ব জয়দেবপুর গ্রামে যায় শিশু লিলিসা। ওই দিন বিকেল ৫টার দিকে অনুষ্ঠানে থাকা অবস্থায় প্রতিবেশী ইলিজাস মার্ডি (প্রধান আসামি) শিশুটিকে দোকান থেকে কিছু কিনে দেওয়ার কথা বলে মায়ের কোল থেকে নিয়ে যান।
১০ মিনিট আগে