Ajker Patrika

দুর্গাপুরে বাবা-মায়ের ওপর অভিমান করে কলেজছাত্রের আত্মহত্যা 

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
দুর্গাপুরে বাবা-মায়ের ওপর অভিমান করে কলেজছাত্রের আত্মহত্যা 

রাজশাহীর দুর্গাপুরে মোটরসাইকেল কিনে দিতে না চাওয়ায় বাবা মায়ের ওপর অভিমান করে গোলাম রাব্বানী (১৮) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। আজ রোববার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাব্বানী মাড়িয়া ইউনিয়নের কিসমত হোজা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম বলেন, পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে রাব্বানী এবার এসএসসি পরীক্ষায় পাস করে। কলেজেও ভর্তি হয়েছে। পরীক্ষায় পাসের পর বাবা মায়ের কাছে জিদ ধরেন মোটরসাইকেল কিনে নেবে। কিন্তু তার বাবা মা এখনই মোটরসাইকেল কিনে দেবেন না বলে জানায়। সেই ক্ষোভে গতকাল শনিবার রাতে কোনো এক সময় নিজ ঘরে গলায় ফাঁস দেয় রাব্বানী। আজ সকালে ঘুম থেকে না ওঠায় রাব্বানীর পরিবারের লোকজন ঘরের দরজা ভাঙলে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে থানা-পুলিশে জানানো হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, কলেজছাত্রের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেল কিনে নেওয়ার জেদ থেকে সে আত্মহত্যা করেছে বলে শুনেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। 

ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত