Ajker Patrika

নাটোরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি
নাটোরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

নাটোরের সদরে ইজিবাইকের চাপায় লামিয়া (৫) নামে এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের পাইকেরদোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত লামিয়া নাটোর পৌরসভার ডোমপাড়া এলাকার মনির হোসেনের মেয়ে। লামিয়া তার বাবা-মার সঙ্গে পাইকেরদোল এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে লামিয়া তার বাবা-মার সঙ্গে পাইকেরদোল বেজভাগ গ্রামে ফুপা ফজলুর রহমানের বাড়িতে বেড়াতে যায়। দুপুরে বাড়ির পাশে দিয়ে যাওয়া নাটোর-দয়ারামপুর গ্রামীণ সড়ক পার হওয়ার সময় একটি ইজিবাইক চাপা দেয় লামিয়াকে। এ সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। বিকেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য লামিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাজশাহী নেওয়ার পথে লামিয়ার মৃত্যু হয়। 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত