Ajker Patrika

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ১ ব্যক্তির ১৭ বছরের সশ্রম কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ১৫
সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ১ ব্যক্তির ১৭ বছরের সশ্রম কারাদণ্ড

সিরাজগঞ্জে অস্ত্র রাখার দায়ে জেলাল হোসেন শেখ (৪৫) নামের এক ব্যক্তিকে দুটি ধারায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার সকালে সিরাজগঞ্জের যুগ্ম জেলা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-৫-এর বিচারক নাদিরা সুলতানা এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত জেলাল হোসেন শেখ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বয়রা মাছুম গ্রামের আজিজল শেখের ছেলে।

জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম ও এপিপি মো. চাঁদ আলী এ তথ্য জানিয়েছেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০১৬ সালের ৩০ অক্টোবর রাতে র‍্যাবের একটি দল কামারখন্দ উপজেলা ও আশপাশের এলাকায় টহল ডিউটি করছিল। এ সময় র‍্যাবের কাছে খবর আসে, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কুখ্যাত সন্ত্রাসী জেলাল হোসেন শেখ কামারখন্দ উপজেলার আলোক দিয়ার মধ্যেপাড়া গ্রামে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছেন। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালান র‍্যাব সদস্যরা।

এ সময় জেলাল হোসেন শেখকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে একটি পিস্তল, পিস্তলের ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‍্যাব-১২-এর ডিএডি ইউনুস আলী বাদী হয়ে কামারখন্দ থানায় মামলা করেন। মামলা চলাকালে সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণ শেষে ১৮৭৮ সালের ১৯ (এ) ধারায় ১০ বছর ও ১৯ (এফ) ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন বিচারক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত