প্রতিনিধি
রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় সেখানে আরও আটজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত আটজনের মধ্যে তিনজনের করোনা পজিটিভ ছিল। বাকি পাঁচজন মারা গেছেন উপসর্গ নিয়ে।
করোনা পজিটিভ মারা যাওয়া তিনজনের মধ্যে দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। আর একজনের বাড়ি রাজশাহী। এ ছাড়া উপসর্গ নিয়ে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন এবং পাবনার একজন মারা গেছেন।
মৃত আটজনের মধ্যে দুজন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), ৩ নম্বর ওয়ার্ডে তিনজন, ২৯ নম্বর ওয়ার্ডে একজন, ৫ নম্বর ওয়ার্ডে একজন এবং ২২ নম্বর ওয়ার্ডে একজন ছিলেন।
মঙ্গলবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৫৭ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে রাজশাহীর ১২৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০২ জন, নওগাঁর ৯ জন, নাটোরের ১১ জন, পাবনার চারজন, কুষ্টিয়ার তিনজন এবং জয়পুরহাটের একজন রোগী ভর্তি ছিলেন।
গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৩ জন। সবচেয়ে বেশি ১৬ জন রোগী ভর্তি হয়েছেন রাজশাহীর। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ থেকে ১৪ জন এবং নাটোর ও নওগাঁ থেকে একজন করে ভর্তি হয়েছেন।
এর আগে গত ২৪ মে ১০ জন, ২৫ মে চারজন, ২৬ মে চারজন, ২৭ মে চারজন, ২৮ মে নয়জন, ৩০ মে সর্বোচ্চ ১২ জন, ৩১ মে চারজন, ১ জুন সাতজন, ২ জুন সাতজন এবং ৩ জুন নয়জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন আটজন, ৬ জুন ছয়জন এবং ৭ জুন সাতজন মারা গেছেন।
রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় সেখানে আরও আটজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত আটজনের মধ্যে তিনজনের করোনা পজিটিভ ছিল। বাকি পাঁচজন মারা গেছেন উপসর্গ নিয়ে।
করোনা পজিটিভ মারা যাওয়া তিনজনের মধ্যে দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। আর একজনের বাড়ি রাজশাহী। এ ছাড়া উপসর্গ নিয়ে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন এবং পাবনার একজন মারা গেছেন।
মৃত আটজনের মধ্যে দুজন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), ৩ নম্বর ওয়ার্ডে তিনজন, ২৯ নম্বর ওয়ার্ডে একজন, ৫ নম্বর ওয়ার্ডে একজন এবং ২২ নম্বর ওয়ার্ডে একজন ছিলেন।
মঙ্গলবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৫৭ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে রাজশাহীর ১২৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০২ জন, নওগাঁর ৯ জন, নাটোরের ১১ জন, পাবনার চারজন, কুষ্টিয়ার তিনজন এবং জয়পুরহাটের একজন রোগী ভর্তি ছিলেন।
গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৩ জন। সবচেয়ে বেশি ১৬ জন রোগী ভর্তি হয়েছেন রাজশাহীর। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ থেকে ১৪ জন এবং নাটোর ও নওগাঁ থেকে একজন করে ভর্তি হয়েছেন।
এর আগে গত ২৪ মে ১০ জন, ২৫ মে চারজন, ২৬ মে চারজন, ২৭ মে চারজন, ২৮ মে নয়জন, ৩০ মে সর্বোচ্চ ১২ জন, ৩১ মে চারজন, ১ জুন সাতজন, ২ জুন সাতজন এবং ৩ জুন নয়জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন আটজন, ৬ জুন ছয়জন এবং ৭ জুন সাতজন মারা গেছেন।
সিরাজগঞ্জের চৌহালীর এনায়েতপুরে সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এনায়েতপুর খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় নৌকাঘাট থেকে সরকারি ভর্তুকি মূল্যের ১৫ টাকা কেজি দরের চালগুলো উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও
২ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়ক গোলাম আজমকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই মামলায় শাহাদত হোসেন মারুফ নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পাটগ্রাম থানা-পুলিশ। আজ শুক্রবার সকালে তাঁদের লালমনিরহাট আদালতে
৩ মিনিট আগেঝালকাঠি সদর উপজেলায় পুকুরপাড় থেকে সোহেল কারিগর (৩০) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি গ্রামের একটি পুকুরপাড়ে তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
৮ মিনিট আগেআগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, অধিকার আদায়ের আন্দোলনও চলবে। দেশের সাধারণ মানুষ পিআর পদ্ধতির প্রয়োজনীয়তা উপলব্ধি করছে, কিন্তু কিছু রাজনৈতিক দল তা বুঝতে চাইছে না। এর মানে হলো, তারা পুরোনো নীতি-আদর্শ চালু রাখতে চায়। আমরা বিশ্বাস করি, জনগণ সেই নীতি-আদর্শকে প্রত্যাখ
৩৮ মিনিট আগে