পাবনা ও বেড়া প্রতিনিধি
পাবনার আমিনপুর থানার রঘুনাথপুর গ্রামে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুদিন পর সম্রাট হোসেন পান্না (১৮) ও আশিক হোসেন (২০) নামে দুই ভাইয়ের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে নগরবাড়ীর নটাখোলা যমুনা নদীর পয়েন্ট থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে গত শনিবার তাঁরা নিখোঁজ হন।
মৃত সম্রাট হোসেন পান্না সাঁথিয়ার ক্ষেতুপাড়া ইউনিয়নের ভৈরবপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে ও আশিক হোসেন পাবনা সদর উপজেলার তারাবাড়িয়া ইউনিয়নের কোলজুরী গ্রামের আমিরুল ইসলামের ছেলে। তাঁরা সম্পর্কে আপন খালাতো ভাই।
জানা গেছে, আগামী ১১ অক্টোবর পান্না ও আশিকের ওমানে যাওয়ার ফ্লাইট ছিল। তাঁদের সকল প্রস্তুতিও শেষ হয়েছিল। এরই মধ্যে গত শনিবার পাবনার আমিনপুর থানার রঘুনাথপুর গ্রামে খালাতো বোনের বিয়েতে যান তাঁরা। সেখানে গিয়ে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন পান্না ও আশিক। দুদিন অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে নগরবাড়ীর নটাখোলা যমুনা নদীর পয়েন্ট থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃত পান্নার চাচাতো ভাই শাহীন হোসেন বলেন, ‘আগামী ১১ অক্টোবর দুজনের ওমানে যাওয়ার ফ্লাইট ছিল। সেখানে যাওয়ার আগে আমার ভাইদের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।’
এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম জানান, গত শনিবার পান্না শেখ ও আশিক আমিনপুরের রঘুনাথপুর গ্রামে খালাতো বোনের বিয়েতে যান। ওই দিন যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তাঁরা। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাঁদের পাওয়া যায়নি। দুই দিন পর আজ নটাখোলা পয়েন্টে দুজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
পাবনার আমিনপুর থানার রঘুনাথপুর গ্রামে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুদিন পর সম্রাট হোসেন পান্না (১৮) ও আশিক হোসেন (২০) নামে দুই ভাইয়ের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে নগরবাড়ীর নটাখোলা যমুনা নদীর পয়েন্ট থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে গত শনিবার তাঁরা নিখোঁজ হন।
মৃত সম্রাট হোসেন পান্না সাঁথিয়ার ক্ষেতুপাড়া ইউনিয়নের ভৈরবপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে ও আশিক হোসেন পাবনা সদর উপজেলার তারাবাড়িয়া ইউনিয়নের কোলজুরী গ্রামের আমিরুল ইসলামের ছেলে। তাঁরা সম্পর্কে আপন খালাতো ভাই।
জানা গেছে, আগামী ১১ অক্টোবর পান্না ও আশিকের ওমানে যাওয়ার ফ্লাইট ছিল। তাঁদের সকল প্রস্তুতিও শেষ হয়েছিল। এরই মধ্যে গত শনিবার পাবনার আমিনপুর থানার রঘুনাথপুর গ্রামে খালাতো বোনের বিয়েতে যান তাঁরা। সেখানে গিয়ে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন পান্না ও আশিক। দুদিন অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে নগরবাড়ীর নটাখোলা যমুনা নদীর পয়েন্ট থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃত পান্নার চাচাতো ভাই শাহীন হোসেন বলেন, ‘আগামী ১১ অক্টোবর দুজনের ওমানে যাওয়ার ফ্লাইট ছিল। সেখানে যাওয়ার আগে আমার ভাইদের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।’
এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম জানান, গত শনিবার পান্না শেখ ও আশিক আমিনপুরের রঘুনাথপুর গ্রামে খালাতো বোনের বিয়েতে যান। ওই দিন যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তাঁরা। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাঁদের পাওয়া যায়নি। দুই দিন পর আজ নটাখোলা পয়েন্টে দুজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
হাটের নির্দিষ্ট কোনো দিন নেই। মূলত চাষাবাদের মৌসুম শেষে কিংবা জমি প্রস্তুতির সময় এখানে ভিড় বাড়ে। ঈশ্বরগঞ্জ ও নান্দাইল ছাড়াও পাশের ত্রিশাল, গফরগাঁও, হোসেনপুর, তাড়াইল ও গৌরীপুরের কৃষকেরাও কম দামে কৃষিযন্ত্র কিনতে আসেন।
২ মিনিট আগেগত ২৮ জুলাই নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, মৌখিক ও প্রেজেন্টেশন পরীক্ষায় তারা উত্তীর্ণ হন। পরে নিয়ম অনুযায়ী ডোপ টেস্টে অংশ নিলে দুজনের শরীরে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি মেলে।
৫ মিনিট আগেমুফিজুল হক সিকদার দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার (৮ আগস্ট) আসরের নামাজের পর রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহনগর গ্রামের ফতেহ মোহাম্মদ সিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
১০ মিনিট আগেসুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির আলম (৩৫) সিলেটের বিশ্বনাথের...
১ ঘণ্টা আগে