প্রতিনিধি, লালপুর (নাটোর)
নাটোরের লালপুর বাজারে সকাল থেকে পদ্মা নদীর বিভিন্ন প্রকার টাটকা মাছের বাজার জমে ওঠে। লালপুর বাজারের এক্সিম ব্যাংকের সামনে দূর-দূরান্ত থেকে অনেকে এসেছেন নদীর টাটকা মাছ কিনতে।
বুধবার (২৮ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, জেলেরা গামলা-থালায় করে চিংড়ি, বেলে, ট্যাংরা, পুঁটিসহ নানা প্রজাতির মাছের পসরা বসিয়েছেন। ওজন ছাড়া ‘হাকচা’ দামে বিক্রি হচ্ছে মাছ।
জেলে জহুরুল ইসলাম জানান, তিনি রাতভর নদীতে জাল নিয়ে মাছ ধরেন। বেশি মাছ পেলে আড়তে বিক্রি করেন। অল্প হলে আড়তে পোষায় না। তাই খোলা বাজারে বিক্রি করছেন। তিনি আরও বলেন, লালপুরে পদ্মাতীরবর্তী দুড়দুড়িয়া, বিলমাড়িয়া, লক্ষ্মীপুর, গৌরীপুরে প্রতিদিন সকালে এমন মাছের বাজার বসে।
আরেকজন জেলে এনামুল হক বলেন, খলসুন ও ছিপ (বড়শি) দিয়ে মাছ ধরেন। অনেক সময় ৮ থেকে ১০ কেজি ওজনের বড় মাছও পান। সেগুলো হাজার টাকার বেশি কেজি দরে বিক্রি হয়।
মাছ কিনতে আসা দুড়দুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, `বাড়িতে মেয়ে-জামাই এসেছে। তাই স্ত্রীকে সঙ্গে নিয়ে এখানে নদীর টাটকা মাছ কিনতে এসেছি। এই বাজারে মাছের দামও তুলনামূলক কম।’
হোটেলের মালিক মামুনুর রহমান বলেন, নদীর মাছের চাহিদা বেশি। তাই হোটেলের জন্য এখান থেকে মাছ কেনেন। লকডাউনে সব বন্ধ থাকায় মাছ কম দামে পাওয়া যাচ্ছে।
এ ছাড়া স্থানীয় পুকুর ও নদী থেকে খুচরা বিক্রতারা মাছ সংগ্রহ করে নিয়ে আসেন লালপুর মাছের আড়তে। মাছচাষি বজলুর রহমান বলেন, পুকুরে মাছের চাষ করে বাজারে বিক্রি করতে আসেন। সব ধরনের মাছ এখানে পাওয়া যায়।
মাছ ব্যবসায়ী রুস্তম আলী বলেন, বাজারে প্রতি কেজি মৃগেল ১৪০ থেকে ১৬০ টাকা, রুই ১৮০ থেকে ২৫০ টাকা, পাঙাশ ৭০ থেকে ১০০ টাকা, সিলভার কার্প ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। বড় ও তাজা মাছ পাঠানো হয় ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায়।
নাটোরের লালপুর বাজারে সকাল থেকে পদ্মা নদীর বিভিন্ন প্রকার টাটকা মাছের বাজার জমে ওঠে। লালপুর বাজারের এক্সিম ব্যাংকের সামনে দূর-দূরান্ত থেকে অনেকে এসেছেন নদীর টাটকা মাছ কিনতে।
বুধবার (২৮ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, জেলেরা গামলা-থালায় করে চিংড়ি, বেলে, ট্যাংরা, পুঁটিসহ নানা প্রজাতির মাছের পসরা বসিয়েছেন। ওজন ছাড়া ‘হাকচা’ দামে বিক্রি হচ্ছে মাছ।
জেলে জহুরুল ইসলাম জানান, তিনি রাতভর নদীতে জাল নিয়ে মাছ ধরেন। বেশি মাছ পেলে আড়তে বিক্রি করেন। অল্প হলে আড়তে পোষায় না। তাই খোলা বাজারে বিক্রি করছেন। তিনি আরও বলেন, লালপুরে পদ্মাতীরবর্তী দুড়দুড়িয়া, বিলমাড়িয়া, লক্ষ্মীপুর, গৌরীপুরে প্রতিদিন সকালে এমন মাছের বাজার বসে।
আরেকজন জেলে এনামুল হক বলেন, খলসুন ও ছিপ (বড়শি) দিয়ে মাছ ধরেন। অনেক সময় ৮ থেকে ১০ কেজি ওজনের বড় মাছও পান। সেগুলো হাজার টাকার বেশি কেজি দরে বিক্রি হয়।
মাছ কিনতে আসা দুড়দুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, `বাড়িতে মেয়ে-জামাই এসেছে। তাই স্ত্রীকে সঙ্গে নিয়ে এখানে নদীর টাটকা মাছ কিনতে এসেছি। এই বাজারে মাছের দামও তুলনামূলক কম।’
হোটেলের মালিক মামুনুর রহমান বলেন, নদীর মাছের চাহিদা বেশি। তাই হোটেলের জন্য এখান থেকে মাছ কেনেন। লকডাউনে সব বন্ধ থাকায় মাছ কম দামে পাওয়া যাচ্ছে।
এ ছাড়া স্থানীয় পুকুর ও নদী থেকে খুচরা বিক্রতারা মাছ সংগ্রহ করে নিয়ে আসেন লালপুর মাছের আড়তে। মাছচাষি বজলুর রহমান বলেন, পুকুরে মাছের চাষ করে বাজারে বিক্রি করতে আসেন। সব ধরনের মাছ এখানে পাওয়া যায়।
মাছ ব্যবসায়ী রুস্তম আলী বলেন, বাজারে প্রতি কেজি মৃগেল ১৪০ থেকে ১৬০ টাকা, রুই ১৮০ থেকে ২৫০ টাকা, পাঙাশ ৭০ থেকে ১০০ টাকা, সিলভার কার্প ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। বড় ও তাজা মাছ পাঠানো হয় ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায়।
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগে স্বাস্থ্য খাতের সংস্কার দাবির আন্দোলনের সংগঠক মহিউদ্দির রনি, কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
২ মিনিট আগেখাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগে