Ajker Patrika

কৃষকেরা পেলেন ‘ভুদুম’ বাঁশের চারা

প্রতিনিধি, মান্দা (নওগাঁ) 
কৃষকেরা পেলেন ‘ভুদুম’ বাঁশের চারা

নওগাঁর মান্দায় বিরল প্রজাতির ‘ভুদুম’ বাঁশ রোপণ, পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার শাহ্ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘরের হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। 

সভায় ভুদুম বাঁশ রোপণ ও পরিচর্যা বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেন নিয়ামতপুর কৃষি দপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও মান্দা কৃষি দপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা অহিদুর রহমান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন শাহ্ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘরের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ্, কৃষক এহিয়া সরকার হীরা, ফিরোজ মিয়া, মাহবুব আলম ধলু প্রমুখ। 

শাহ্ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘরের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ্ বলেন, ‘ভুদুম’ বিরল প্রজাতির একটি বাঁশ। বৈজ্ঞানিক জ্ঞান কাজে লাগিয়ে এ বাঁশের প্রতিটি গিঁট থেকে চারা তৈরি করা হয়েছে। প্রশিক্ষণ শেষে ২৫ জন কৃষকের মাঝে এ বাঁশের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশে আছে ৩৩ প্রজাতির বাঁশ। এর মধ্যে ‘ভুদুম বাঁশ’ সবচেয়ে বড় ও সুউচ্চ। এ বাঁশটির উচ্চতা ১৩০ ফুট এবং ব্যাস প্রায় দুই ফুট পর্যন্ত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত